ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দাম্পত্য জীবনের ইতি টানলেন নাদিয়া মিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৮, ১০ জুন ২০১৮

Ekushey Television Ltd.

প্রায় দুই বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন সাবেক লাক্স-চ্যানেল আই সুপারস্টার নাদিয়া মিম। বিচ্ছেদের কারণ হিসেবে তিনি ‘বয়সের অমিল মতপার্থক্যকে’ দায়ী করেছেন।

২০১৬ সালের ২৮ এপ্রিল দুই পরিবারের সম্মতিতে নাদিয়া ও সাফায়াতের বিয়ে হয়। এর আগে ছয় মাসের প্রেমের সম্পর্ক ছিল তাদের।

বিচ্ছেদ নিয়ে নাদিয়া মিম বলেন, ‘যে স্বপ্ন নিয়ে সংসার শুরু করেছিলাম, তা একটা সময়ে বাস্তব মনে হচ্ছিল না। কোথায় যেন একটা শূন্যতা তৈরি হয়। একটা পর্যায়ে তো আমাদের মতের অমিল দেখা দেয়, যা কোনোভাবেই মানিয়ে নেওয়া সম্ভব হচ্ছিল না। তাই বাধ্য হয়েই গত মে মাসে ডিভোর্সের সব অনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।’

তিনি আরও বলেন, ‘আমি এখন বাবার বাসায় থাকি। নিজেকে গুছিয়ে নিয়েছি। সব ভুলে সামনে এগিয়ে যেতে চাই। ওর বয়স ৩০, আমার ২১। আমাদের বয়সের বেশ বড় একটা গ্যাপ আছে। তাই প্রায়ই আমাদের মতের অমিল হতো।’

উল্লেখ্য, চোখ ধাঁধানো নানা রঙের আলোর ঝলকানি আর আয়োজনের বর্ণাঢ্যতায় ২০১৪ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরার মুকুট মাথায় অর্জন করেন নাদিয়া মিম। সেদিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে সেরা পাঁচের চারজনকে টপকে লাক্স-চ্যানেল আই সুপারস্টার নির্বাচিত হন মিম। পুরস্কার হিসেবে তাঁর হাতে তুলে দেওয়া হয় একটি ব্র্যান্ড নিউ গাড়ির চাবি ও ১০ লাখ টাকার চেক। সময়ের পথ পরিক্রমায় এই সময়ের ব্যস্ত অভিনয়শিল্পীদের মধ্যে অন্যতম একটা জায়গা অর্জন করেছেন নাদিয়া মিম। নির্মাতাদের অনেকেই এই নবাগত অভিনয়শিল্পীর মধ্যে সম্ভাবনা দেখছেন। নাটকে অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাও করেন নাদিয়া। বর্তমানে কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান তিনি।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি