ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গুঁড়া মসলার বিজ্ঞাপনে ওমর সানী-মৌসুমী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৪, ১০ জুন ২০১৮

Ekushey Television Ltd.

চলচ্চিত্রের সফল তারকা জুটি ওমর সানী-মৌসুমী। এক বছর পর একসঙ্গে কাজ করলেন এই তারকা দম্পত্তি। গত বছর ঈদুল ফিতরে তারা দু’জন একটি নাটকে অভিনয় করেছিলেন। এবার তারা নতুন একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করলেন। একটি গুঁড়া মসলার বিজ্ঞাপন এটি। গত দু’দিনে রাজধানীর তেজগাঁওয়ের কোক ফ্যাক্টরিতে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে। এটি নির্মাণ করেছেন কিসলু।
বিজ্ঞাপনটিতে কাজ করা প্রসঙ্গে ওমর সানী বলেন, এর কাজ করার সময় পুরো ইউনিট আমাকে দারুণ সহযোগিতা করেছে। নির্মাতা কিসলু আমাকে খুব আরাম দিয়ে যতটুকু কাজ করার দরকার ঠিক ততটুকুই করিয়ে নিয়েছেন। আমি কাজটি করে সন্তুষ্ট। আর বেশি ভালো লেগেছে যে, এই বিজ্ঞাপনে সহশিল্পী আমারই সহধর্মিণী মৌসুমী।

মৌসুমী বলেন, এর আগে কিসলুর নির্দেশনায় আমি একটি বিজ্ঞাপনে কাজ করেছি। তার কাজের ধরনটা আমার ভালো লেগেছে। এবারের বিজ্ঞাপনের স্ক্রিপ্টে বেশ নতুনত্ব ছিল। সহশিল্পী হিসেবে সানী ছিল বলে সময়টাও খুব চমৎকার কেটেছে। আশা করি দর্শকেরও ভালো লাগবে।

আগামী ঈদের পর থেকে দেশের প্রায় সব টিভি চ্যানেলে ওমর সানী-মৌসুমীর গুঁড়া মসলার এই বিজ্ঞাপনটি প্রচার শুরু হবে।

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি