ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘বিয়ে করলে কাজ পাবে না, এমন কথাও শুনেছি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৭, ১১ জুন ২০১৮

Ekushey Television Ltd.

বিয়ে হলেই নাকি নায়িকাদের ক্যারিয়ার শেষ হয়ে যায়। এই ধারণা ভেঙে দিয়েছেন বলিউডের অনেক নায়িকাই। সেই তালিকায় রয়েছেন কারিনা কাপূর খানও।

প্রেগন্যান্সি পিরিয়ডেও শুটিং করেছেন নায়িকা। ফোটোশুটে দেখা গেছে তাকে। আবার তৈমুরের জন্মের পর যত দ্রুত সম্ভব শুটিং ফ্লোরে ফিরেছেন। সদ্য মুক্তি পেয়েছে কারিনার পোস্ট প্রেগন্যান্সি ফিল্ম ‘ভিরে দি ওয়েডিং’। কিন্তু বিয়ে করলে আর কাজ পাবেন না, এমন কথাও নাকি শুনতে হয়েছিল নায়িকাকে। সম্প্রতি এই বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এনেছেন নায়িকা।

এক সাক্ষাৎকারে কারিনা বলেন, ‘বিয়ে করলে কাজ পাব না, এটাও শুনতে হয়েছে আমাকে। কিন্তু সেই পরিস্থিতি বদলে ফেলেছি আমি।’

কারিনা আরও জানান, মা হয়ে তার যতটা ভালো লেগেছে, অভিনয়ও তার কাছে ততটাই ভালো লাগার। তিনি বলেন, ‘আমি তো দু’দিকই সমান ব্যালান্স করছি। আর যে পথ বেছে নিয়েছি তাতে আমি খুশি’

তৈমুরকে সময় দেওয়ার ক্ষেত্রেও নিজেদের কর্তব্য ভাগ করে নিয়েছেন সাইফ-কারিনা। ফলে নিজেদের কাজ ব্যালান্স করতেও তাদের কোনও অসুবিধে হয় না। তিনি মনে করেন, বিয়ে, মাতৃত্ব এগুলো মেয়েদের জীবনে খুব স্বাভাবিক ঘটনা। তার জন্য ক্যারিয়ারে কোনও ক্ষতি হয় না। সেটা তিনি প্রমাণ করেছেন।

সূত্র : আনন্দবাজার

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি