ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ছুটির দিনে আনুশকা-কোহলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৭, ১১ জুন ২০১৮

Ekushey Television Ltd.

বর্তমানে শাহরুখ খানের সঙ্গে ‘জিরো সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আনুশকা। সামনেই মুক্তি পাবে রাজকুমার হিরানির পরিচালিত ‘সঞ্জু। সঞ্জয় দত্তের এই বায়োপিকে আনুশকাকে দেখা যাবে একেবারে নতুন এক চরিত্রে। এরই মধ্যে সব ব্যস্ততার মাঝে ছুটির দিনে প্রিয়জনেদের সঙ্গে সময় কাটালেন তিনি। বিরাট কোহলি তো ছিলেনই, সেই সঙ্গে ছিলেন অন্যকেউ। আনুশকার সঙ্গে ছিল তার পোষ্য।

সোশ্যাল মিডিয়ায় পোষ্যের সঙ্গে আনন্দের মুহূর্ত প্রকাশ করেছেন নায়িকা।  

এমনিতে দু’জনেই ব্যস্ত থাকেন। একজন অভিনয় নিয়ে, আর একজন ক্রিকেট। তারই মধ্যে যেটুকু সময় পাওয়া যায় একসঙ্গে থাকার চেষ্টা করেন এই দম্পতি। তার মধ্যে পোষ্যকে নিয়েও চলে খুনসুটি।

সূত্র : আবন্দবাজার

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি