ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জোকার জাহ্নবী!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৮, ১১ জুন ২০১৮

Ekushey Television Ltd.

ডিসি কমিক্সের অন্যতম জনপ্রিয় সুপারভিলেন জোকার। এই চরিত্রটি পাওয়ার জন্য অনেক অভিনেতা অনেক কসরত করেছিলেন। শেষ পর্যন্ত চরিত্রটি পকেটস্থ করেন হিথ লেজার। কিন্তু তিনি সিনেমার পরিচালক ক্রিস্টোফার নোলানের প্রথম পছন্দ ছিল না। শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর জানিয়েছেন, ২০০৮ সালে ‘দ্য ডার্ক নাইট সিনেমার জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলেন তিনিই। হেথ লেডগার নন।

সম্প্রতি এনিয়ে একটি ইনস্টাগ্রাম স্টোরিও পোস্ট করেছেন জাহ্নবী। সেখানে তিনি লিখেছেন, ‘অজানা তথ্য : আমি জোকারের জন্য নোলানের প্রথম পছন্দ ছিলাম। ‘ধড়ক’-এর জন্য ছেড়ে দিয়েছি ‘

রসিক জাহ্নবীর এমন মন্তব্য আপ্লুত তার ভক্তরা। তবে তাদের পছন্দের হিরোইনের এমন মন্তব্য করার পেনে বড়সড় কারণ রয়েছে। কারণ, জাহ্নবীর ছবির চেহারা। ছবিতে ছোট্ট জাহ্নবীকে দেখা গেছে। তার নাক ও ঠোঁট ছিল লাল। দুই গালেও লালচে রং। মোটকথা, পুরো মুখটাই জোকারকে মনে পড়াবে। ছবি দেখে জাহ্নবীকে মিনি জোকার বললেও হয়তো খুব একটা ভুল হয় না।

খুব শীঘ্র পর্দায় মুখ দেখাতে যাচ্ছেন শ্রীদেবী-কন্যা। মুক্তি পেতে যাচ্ছে তার প্রথম সিনেমা ‘ধড়ক’। সিনেমাতে ইশান খাট্টারের বিপরীতে তাকে দেখা যাবে। এটি পরিচালনা করেছেন শশাঙ্ক খৈতান। এটি ইশানেরও দ্বিতীয় সিনেমা। মারাঠি সিনেমা ‘সাইরাত’-এর রিমেক এটি। ২০ জুলাই এটি মুক্তি পাবে। আজ মুক্তি পাবে সিনেমার ট্রেলার।

তবে সিনেমা মুক্তির আগে থেকেই জনপ্রিয় জাহ্নবী। মা শ্রীদেবী মাঝে মাঝে মেয়ের সঙ্গে ছবি পোস্ট করতেন। জাহ্নবীর ফ্যান ফলোয়িং বাড়তে থাকে তখন থেকেই। কিন্তু শুধু শ্রীদেবী আর বনি কাপুরের মেয়ে বলে নয়, জাহ্নবী তার সৌন্দর্যের জন্যও জনপ্রিয়। এখন থেকেই পাপারাজ্জিদের অন্যতম টার্গেট হয়ে উঠেছেন তিনি। সম্প্রতি তিনি ফোটোশুটও করেছেন।

সূত্র : সংবাদ প্রতিদিন

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি