ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

চলতি বছরই আনুষ্কার বিয়ে, বর কে? 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৪, ১২ জুন ২০১৮

Ekushey Television Ltd.

প্রভাসের সঙ্গে নাকি সম্পর্ক রয়েছে তাঁর। ‘বাহুবলী টু’-এর পর থেকে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে বিভিন্ন মহলে। এমনকী, ‘সাহো’-র শুটিংয়ে আঘাত পাওয়ার পর নাকি দুবাইতে উড়ে যান অনুষ্কা শেঠি। এবং, সেখানে গিয়েই নাকি প্রভাসের সঙ্গে দেখা করেন তিনি। আর এখানেই উঠছে প্রশ্ন। দু’জনের মধ্যে যদি কোনও সম্পর্ক না থাকে, তাহলে কেন প্রভাসের সঙ্গে দেখা করতে তড়িঘড়ি দুবাইতে উড়ে যান অনুষ্কা? কিন্তু, গুঞ্জন যা-ই হোক না কেন, এবার শোনা যাচ্ছে অন্য খবর।     

খবরে প্রকাশ, অনুষ্কা শেঠির বিয়ের জন্য নাকি উঠেপড়ে লেগেছেন তার বাবা-মা। চলতি বছরের শেষেই দক্ষিণী অভিনেত্রীর বিয়ে দিতে চাইছেন তার বাবা-মা। সেই কারণে, মন্দিরে গিয়ে নাকি পুজো অর্চনাও শুরু করে দিয়েছেন অনুষ্কার বাবা-মা। কিন্তু, কে হচ্ছেন অনুষ্কার পাত্র, সে বিষয়ে কিছু জানা যায়নি।

বর্তমানে প্রভাস ব্যস্ত ‘সাহো’-র শুটিংয়ে। অন্যদিকে, তেলুগু সিনেমা ‘সাইলেন্স’-এ হাতে নিয়েছেন অনুষ্কা। ‘বাহুবলী’-র পর ‘বাগমতি’-তে শেষ দেখা যায় এই দক্ষিণী অভিনেত্রীকে।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি