ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঐশ্বর্যকে নিয়ে অনিল কাপুর যা বললেন  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১৩, ১৩ জুন ২০১৮

Ekushey Television Ltd.

‘তাল’, ‘হামারা দিল আপকে পাস হ্যায়’-র মত জনপ্রিয় সিনেমায় তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। তাঁদের রসায়ন এক সময় বহু চর্চিত একটি বিষয়ও ছিল। আর সেই কারণেই এবার ফের প্রাক্তন সহকর্মীর সঙ্গে কাজের জন্য উত্সাহী হয়ে উঠলেন অনিল কাপুর। কিন্তু, অনিল কাপুর যাঁর সঙ্গে কাজ করার জন্য উত্সাহী হয়ে উঠেছেন, তিনি কে জানেন?  

খবরে প্রকাশ, ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে কাজ করার জন্য এবার উত্সাহী হয়ে উঠেছেন অনিল কাপুর। তিনি বলেন, ঐশ্বর্য রাই বচ্চনকে ছাড়া ‘ফেনি খান’-এ অভিনয়ের কথা ভাবতেই পারছেন না তিনি। অর্থাত, ‘ফেনি খান’-এর শুটিং নিয়ে ইতিমধ্যেই উত্সাহী হয়ে উঠেছেন অনিল কাপুর।

অনিল কাপুর আরও বলেন, ‘তাল’, ‘হামারা দিল আপকে পাশ হ্যায়’-এর মত সিনেমায় তিনি ঐশ্বর্যর সঙ্গে অভিনয় করেছেন। এবং সিনেমাগুলি প্রশংসিতও হয়েছে। তাই ‘ফেনি খান’ নিয়ে যথেষ্ঠ উত্সাহিত তিনি। প্রসঙ্গত, ‘ফেনি খান’-এ ঐশ্বর্য রাই-এর ‘লাভ ইন্টারেস্ট’ হিসেবে দেখা যাবে রাজকুমার রাও-কে।

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি