ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হলিউডে কাজল!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৯, ১৩ জুন ২০১৮

Ekushey Television Ltd.

ডিজনি পিক্সারের ‘ইনক্রেডিবল ২’মত হলিউড সিনেমায় কণ্ঠ দেওয়ার পর এবার হলিউড সিনেমাতে কাজ করার ইচ্ছা প্রকাশ করেল কাজল।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি হলিউড সিনেমাতে কাজ করতে চাই। তবে নির্দিষ্ট কোনও ধরনের সিনেমাতে কাজ করতে চাই এমনটা নয়। চিত্রনাট্য যদি আমার সঙ্গে যায় তাহলে আমি কাজ করতে রাজি।’

প্রসঙ্গত, ডিজনি পিক্সারের ‘ইনক্রেডিবল ২’ সিনেমার হেলেন পর বা ইলাস্টি গার্লের-এর চরিত্রের জন্য গলা দিয়েছেন কাজল। ২০০৪ সালে হওয়া ‘দ্যা ইনক্রেডিবল’ সিনেমার সিকুয়্যাল এটি। আগামী ২২ জুন ইংরাজি, হিন্দি, তামিল, তেলেগু, ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।

অভিনেত্রী কাজলের কথায়, ‘আমার ছেলেমেয়েরা ‘ইনক্রেডিবল ২’-এ আমার গলা দেওয়া নিয়ে বেশ উত্তেজিত। তার থেকেও ওরা আরও বেশি আগ্রহী যখন ওরা শুনেছে আমরাই সিনেমাটি প্রথম দেখতে পাব।’

উল্লেখ্য, কাজল ও অজয় দেবগনের দুই সন্তান যুগ ও নাইসা। আর বলিউডে ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে,’ ‘দুশমন’, ‘করণ-অর্জুন’, ‘ইশক’, ‘কভি খুশি কভি গম’ সহ বলিউডে অসংখ্য হিট সিনেমা দিয়েছেন কাজল।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি