ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আবারও সালমানের সঙ্গে …

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৯, ১৩ জুন ২০১৮

Ekushey Television Ltd.

খামোশি’ থেকে ‘হাম দিল দে চুকে সনম’ , সালমানের সঙ্গে সঞ্জয় লীলা বনশালীর দুটি সিনেমাই ছিল ব্লকবাস্টার হিট। সালমানের অভিনয় প্রতিভাকে অন্য ঘরানায় পৌঁছে দিয়েছিলেন পরিচালক সঞ্জয় লীলা বনশালী। শোনা যাচ্ছে , আবারও একবার দুই পরিচালক অভিনেতা জুটি বাঁধতে যাচ্ছেন। খুব শিগগিরই সঞ্জয়-সালমান জুটি তাদের পরবর্তী সিনেমা নিয়ে মুখ খুলবেন।

একদিকে, বলিউডে করণ জোহরের সঙ্গে আবারও একবার শাহরুখ খান জুটি বেঁধে নতুন সিনেমাতে আসতে চলেছেন।

অন্যদিকে, ফের একবার সঞ্জয়লীলা বনশালীর সঙ্গে সালমানের জুটি বাঁধবার খবর উঠে এসেছে। এবছরের ঈদে মুক্তি পেতে যাচ্ছে সালমানের ‘রেস থ্রি’ সিনেমাটি। তারপরই সঞ্জয় লীলাবনশালীর সঙ্গে পরবর্তী সিনেমার বিষয়ে সালমান আলোচনায় বসতে যাচ্ছেন।

বহুদিন ধরেই বলিউডের অলি-গলিতে খবর ছিল যে সঞ্জয়লীলা বনশালীর পরবর্তী সিনেমাতে দেখা মিলবে সালমান খানের। সেই খবর আপাতত সত্যি করে বনশালীর পরবর্তী সিনেমার জন্য বলিউডের সুলতান তৈরি হচ্ছেন বলে জানা গেছে। তবে সিনেমার স্ক্রিপ্ট সালমানকে শোনানোর পালা এখনও বাকি রয়েছে। তারপরই এই নায়ক-পরিচালক জুটি সিনেমার বিষয়ে মিডিয়ার কাছে মুখ খুলবেন বলে জানানো হয়েছে।

সূত্র : অন ইন্ডিয়া

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি