ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিয়ের পর যে বাড়িতে উঠছেন রণবীর-দীপিকা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২১, ১৩ জুন ২০১৮

Ekushey Television Ltd.

রণবীর-দীপিকার বিয়ে নিয়ে অনেক দিন ধরেই গুঞ্জন চলছে। আর যেন তর সইছে না ভক্তদের। ‘রামলীলা’ সিনেমাটির শুটিংয়ের সময়ই নাকি তাদের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ককে আরেক ধাপ এগিয়ে নিয়ে গাঁটছড়া বাঁধতে আগ্রহী দুজন।

এরই মধ্যে রণবীর-দীপিকা নাকি নিজেদের জন্য একটি বাড়ি ঠিক করে ফেলেছেন। বিয়ের পর সেই বাড়িতেই উঠবেন দুজন।

বলিউড সূত্রে খবর প্রকাশ, রণবীর যে অ্যাপার্টমেন্টে থাকেন, সেখানেই নাকি আরও দুটি ফ্লোর বুক করেছেন অভিনেতা। আর এই মুহূর্তে পুরোদমে সাজছে ওই দুটি ফ্লোর। দীপিকাও নাকি মাঝেমধ্যেই এসে দেখে যাচ্ছেন কাজকর্ম। বিয়ের পর পরিবারের সঙ্গেই থাকতে চান বলেই ওই ফ্লোর দু’টি কিনেছেন রণবীর।

গুঞ্জন শোনা যাচ্ছে যে, নভেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রণবীর আর দীপিকা। এমনকী সম্প্রতি মা উজ্জ্বলা এবং বোন অনিশার সঙ্গে গহনার দোকানে গিয়েছিলেন দীপিকা।

বিয়ে নিয়ে রণবীর অবশ্য জানিয়েছেন, ‘এই বিষয়গুলো আমাকেও ভাবায়। তবে কাজে বেরনোর আগে আমি ব্যক্তিগত জীবনটাকে বাড়ির আলমারিতেই রেখে আসি। এখন যেহেতু কাজের জন্য একটু ব্যস্ত, তাই বিয়ের ব্যাপারটা চিন্তাভাবনার লেভেলেই রয়েছে।’

সম্প্রতি ‘সিম্বা’ সিনেমার শুটিং শুরু করেছেন রণবীর।

সূত্র : আনন্দবাজার

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি