ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঈদের বিশেষ নাটক ‘মেন্টাল ফ্যামেলি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৯, ১৪ জুন ২০১৮ | আপডেট: ০৮:৫৪, ১৪ জুন ২০১৮

Ekushey Television Ltd.

এবারের ঈদে বৃন্দাবন দাসের রচনায় ও দীপু হাজরার পরিচলানায় প্রচার হবে বিশেষ নাটক ‘মেন্টাল ফ্যামেলি’।

নাটকের গল্পে দেখা যাবে- চঞ্চল ও খুশী ভাই বোন, প্রতি বছরের ন্যায় খুশী ভাইয়ের বাড়িতে স্বামী হাসানকে সঙ্গে নিয়ে ঈদের ছুটিতে বেড়াতে আসেন। কিন্তু বিষয়টি চঞ্চলের স্ত্রী মিলি কোনোভাবেই মেনে নিতে পারেন না। কারণ সেও ঈদে নিজের বাবার বাড়ি যেতে চেয়েছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বেধে যায় তুমুল বাক-বিতণ্ডা।
অপরদিকে, হাসান এ বাড়ির জামাই হওয়া সত্ত্বেও তার বেশি যত্ন করা হচ্ছে না, সম্মান করা হচ্ছে না এ নিয়ে বেধে যায় বিশাল কাণ্ড। এতে পাশের বাড়ির লোকজন বলাবলি শুরু করেন যে- পুরো পরিবারটিই একটি ‘মেন্টাল ফ্যামেলি’।

নাটকটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ফারহানা মিলি, আ খ ম হাসান, শাহানাজ খুশী, দিব্য, সৌম্য, মাসুদ রানা, মিঠু, উর্মি প্রমুখ।

ঈদের ২য় দিন সন্ধ্যা ৬টায় গাজী টিভিতে বিরতীহীনভাবে প্রচারিত হবে নাটকটি।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি