ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিয়ের আগে সহবাস করতে চাই না : আলিয়া ভাট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৩, ১৪ জুন ২০১৮

Ekushey Television Ltd.

পর্দার রসায়ন এখনও শুরু হয়নি। তবে সেই প্রস্তুতি চলছে। মানে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমা দিয়ে দর্শকদের সামনে এক সঙ্গে হাজির হচ্ছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। সে তো গেলো সিনেমার কথা। বস্তবে দুই তারকা এখন প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছেন।
সম্প্রতি রণবীরও জানিয়েছেন যে তারা ডেট করছেন। আলিয়াও জানিয়েছেন রণবীরের প্রতি তার ক্রাশের কথা।

একই সঙ্গে বিয়ে নিয়ে সম্প্রতি আলিয়া বলেন, বিয়ের আগে সঙ্গীর সঙ্গে সহবাস করতে চাই না। আমি বিয়ে করেই ওর সঙ্গে থাকব। আর আমি সন্তানের কারণেই বিয়ে করব। যখন মনে হবে এবার আমার সন্তান চাই, তখনই বিয়ে করে ফেলব।
তবে আমি বিয়ে নিয়ে এখনই কিছু ভাবছি না। এ ছাড়া আমি ভেবেচিন্তেও সিদ্ধান্ত নেই না। অনেকের মনে হচ্ছে- আমি ৩০ বছর বয়সে গিয়ে হয়তো বিয়ে করব। কিন্তু এর আগেও বিয়ে করে সবাইকে চমক দিতে পারি। যে কোনো সময় বিয়ে করতে পারি।
আলিয়ার ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত জীবনও এগিয়ে চলেছে। তার অভিনীত ‘রাজি’ সিনেমাটি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পেয়েছে। এখন অমিতাভ বচ্চন আর রণবীর কাপুরের সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছেন আলিয়া। ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার পরিচালক অয়ন মুখার্জি।
এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি