ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাঝের মেয়েটি কে?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০২, ১৪ জুন ২০১৮

Ekushey Television Ltd.

সম্প্রতি শাহরুখ খানের একটি ছবি ভাইরাল হয়ে গেছে। ছবিতে এক মহিলার সঙ্গে শাহরুখকে দেখা যাচ্ছে। তার সঙ্গে আরও আছেন গুলশন গ্রোভার। মহিলার দু’পাশে দাঁড়িয়ে তার গালে চুমু খাওয়ার চেষ্টা করছেন শাহরুখ এবং গুলশন। ছবিটি অবশ্য বেশ পুরানো। তবে ভাইরাল হওয়া ওই ছবিটি কিছুক্ষণ লক্ষ্য করলে মহিলাটিকে বেশ চেনা চেনা লাগবে। তিনি আর কেউ নন, মহিলার বেশে বলিপাড়ার মিস্টার পারফেকশনিস্ট আমির খান। ক্যাবারে ডান্সারের মতো কস্টিউম পরে, মেয়েদের মতোই সেজে পোজ দিয়েছেন আমির। প্রথম কয়েকবার দেখলেও আমিরকে চেনা বেশ কঠিন। অভিনেতাকে সুন্দরী, গ্ল্যামারাস ক্যাবারে ডান্সারের মতো লাগছিল বলেই মজা করে শাহরুখ এবং গুলশন তার পাশে দাঁড়িয়ে চুমু খাওয়ার চেষ্টা করছেন।

ভাইরাল হওয়া ছবিটি ১৯৯৫ সালের। আশুতোষ গোওয়ারিকারের ফিল্ম ‘বাজি’র বিহান্ড দ্য সিনসের ছবিগুলোর মধ্যে সেরা এই ছবিটি। সিনেমাটির হিরো ছিলেন আমির খান। সিনেমার শুটিংয়ের ফাঁকে ক্যাবারে ডান্সারের মতো সেজেছিলেন আমির। ‘বাজি’তে শাহরুখ বা গুলশন গ্রোভার কেউই ছিলেন না ঠিকই। অন্য কারণে শুটিং সেটের কাছাকাছি উপস্থিত ছিলেন তারা। আমিরের সঙ্গে সেই সময় দেখা করে, মজা করে এমন ছবি তোলেন এই তিন নায়ক। ছবিটি তোলা হয় মেক আপ রুমে।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি