ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঈদে সাজ্জাদ-ফারিয়ার ‘নিয়তি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৭, ১৫ জুন ২০১৮

Ekushey Television Ltd.

নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ এবার ক্লাব ইলেভেন-এর পক্ষ থেকে ঈদে একটি ভিন্ন গল্পের নাটক দর্শকদের উপহার দিতে যাচ্ছেন। নাম ‘নিয়তি’। নাটকটির মূল চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ এবং শবনম ফারিয়া।

নাটকটি নিয়ে ইরফান সাজ্জাদ বলেন, নাটকটিতে কাজ করে ভালো লেগেছে। এ নাটকে সুন্দর একটি গানও থাকছে। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনাও করেছেন বান্নাহ ভাই। আর গল্পটা অনেক সুন্দর।
দর্শকরা ঈদে ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে এটি দেখতে পাবেন। পেট্রম্যাক্স এলপিজি নিবেদিত এ নাটকে আরও অভিনয় করেছেন মুশফিক ফারহান এবং সাগর হুদা। নাটকটি প্রযোজনা করেছেন আকবর হায়দার মুন্না। ‘নিয়তি’ নামের নাটকটি নিয়ে বেশ আশাবাদ ব্যক্ত করেছেন প্রযোজনা সংস্থাটি।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি