ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

ডাক্তারের কাছে হেনস্থার শিকার কেটি পেরি!  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪২, ১৫ জুন ২০১৮ | আপডেট: ০০:০০, ১৬ জুন ২০১৮

যৌন হেনস্থা নিয়ে একের পর এক হলিউডের অভিনেত্রীরা মুখ খুলছেন৷ সম্প্রতি আমেরিকান সঙ্গীতশিল্পী কেশা এবং ডাক্তার লিউকের মধ্যে আইনি বিবাদের মধ্যে হঠাৎ উঠে এলো চাঞ্চল্যকর তথ্য৷ কোর্টে জমা দেওয়া কয়েকটি নথিপত্রের থেকে জানা গেছে, লেডি গাগাকে মেসেজ করে কেশা জানিয়েছিলেন যে, ডাক্তার লিউক কেটি পেরিকেও ধর্ষণ করেছেন৷ লেডি গাগা এবং কেশার টেক্সট মেসেজের কথপোকথন নিয়ে ইতোমধ্যে নানা জল্পনা শুরু হয়েছে।  

কথোপকথনের কোথাও ডাক্তার লিউকের নাম লেখা নেই ঠিকই৷ তবে মেসেজে মেনশন করা ছিল, যে কেশাকে ধর্ষণ করেছেন, সেই রেকর্ডিং আর্টিস্টই কেটিকেও ধর্ষণ করেছেন৷ এর থেকেই সকলে ধারণা করে নিয়েছেন যে কেশা, লিউকের কথাই বলেছেন৷

কেশার এই অভিযোগের পর, লিউকের আইনি টিম নিজেদের স্টেটমেন্ট দিয়েছেন৷ তাদের কথামতো, কেটি পেরি নিজে জানিয়েছেন, ডাক্তার লিউক কেটি পেরি ধর্ষণ করেননি৷ কেশার প্রতিটি অভিযোগ পুরোপুরি সাজানো, মিথ্যে৷ কেশা সাংঘাতিক মিথ্যেবাদী৷ ডাক্তার লিউকের বিরুদ্ধে প্রতিটি অভিযোগই মিথ্যে৷ কেশার কথাগুলি কেটি পেরি এবং ডাক্তার লিউক উভয়ের জন্যই অসম্মানের।

লেডি গাগাকে, কেশা যে মেসেজগুলি করেন, তার ওপর ভিত্তি করে লেডি গাগা প্রেস কনফারেন্স ডেকে লিউকের বিরুদ্ধে নেগেটিভ কথা ছড়িয়েছিলেন৷ এমনকি সোশ্যাল মিডিয়াতেও লিউকের সম্বন্ধে বিভিন্ন ধরণের মন্তব্য করতে শুরু করেছিলেন৷ আদালতে জমা করা প্রতিটি ডকিউমেন্ট প্রকাশ্যে আসার পর ডাক্তার লিউকের আইনজীবি আরেকটি কেস জারি করেন৷ কেশার দায়িত্বহীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা৷ এমনকি কেশা এও জানিয়েছিলেন, কেটি পেরি নাকি তাকে নিজে থেকে বলেছিলেন যে লিউক তাকে ধর্ষণ করেছেন৷

সূত্র: দ্যা গার্ডিয়ান 

এমএইচ/এসি 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি