ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিটিভিতে ‘ইত্যাদি’ ঈদের পরদিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৮, ১৬ জুন ২০১৮ | আপডেট: ১২:৪০, ১৬ জুন ২০১৮

Ekushey Television Ltd.

বিটিভিতে ঈদের পরদিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচার হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। এটি গ্রন্থনা, পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। ঈদের ‘ইত্যাদি’ ধারণ করা হয়েছে মিরপুর শহীদ সোহ্‌রাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। বরাবরের মতো এবারো ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশীর ঈদ’ গানটি দিয়ে শুরু হবে ‘ইত্যাদি’।
একটি বিষয়ভিত্তিক গান গেয়েছেন সাবিনা ইয়াসমিন ও এ্যান্ড্রু কিশোর। রয়েছে দুটি নাচ।
প্রথমটিতে অংশ নিয়েছেন নৃত্যজুটি শিবলী মহম্মদ ও শামীম আরা নিপা। অন্যটিতে ফেরদৌস, অপূর্ব, মম ও মোনালিসা। ছন্দে-সুরে ব্যতিক্রমী এক আলোচনায় অংশ নিয়েছেন শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির, সাজু খাদেম ও শাহরিয়ার নাজিম জয়। মিউজিক্যাল ড্রামায় পারফর্ম করেছেন ইমন ও কুসুম শিকদার এবং প্রতীক হাসান ও কনা। ‘পারিবারিক শান্তি’ বিষয়ক নাটিকায় অংশ নিয়েছেন অর্ধশতাধিক বিদেশি নাগরিক।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি