ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সালমান-ক্যাটরিনার বিরুদ্ধে আদালতের সমন   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৫, ১৬ জুন ২০১৮ | আপডেট: ১৮:৫৭, ১৬ জুন ২০১৮

Ekushey Television Ltd.

বলিউডের সুপারস্টার সালমান খান এবং ক্যাটরিনা কাইফকে সমন পাঠিয়েছে একটি আদালত৷ সালমান ও ক্যাটরিনা সহ সোনাক্ষি সিনহা, রণবীর সিং এবং প্রভু দেবাকেও সমন পাঠানো হয়েছে৷ একটি ভারতীয়-আমেরিকান সংস্থা ‘দ্য ভাইব্রেন্ট মিডিয়া গ্রুপ’এর অভিযোগের ভিত্তিতে  তাদের বিরুদ্ধে এই সমন জারি করা হয়। সংস্থার দাবি সালমান ক্যাটরিনা সহ বাকি সেলেব্রিটিদের আমেরিকার একটি কনসার্টে পারফর্ম করার কথা ছিল৷ কিন্তু পারফ্রম করার আগে পারিশ্রমিক নিলেও পরে কনসার্টে করতে রাজি হন নি তারা।

চুক্তিভঙ্গের কারণে তারকাদের প্রতি এমন অভিযোগ করেছে সংস্থাটি। তারকাদের এজেন্ট ‘ম্যাট্রিক্স ইণ্ডিয়া এন্টারটেনমেন্ট কনসালটেন্টস প্রাইভেট লিমিটেড’ এবং ‘যশরাজ ফিল্মস’কে নোটিস পাঠিয়েছে সেই আমেরিকান সংস্থা৷ ‘দ্য ভাইব্রেন্ট মিডিয়া গ্রুপ’র অভিযোগ অনুযায়ী, তারা এই অভিনেতা, অভিনেত্রীদের একটি লাইভ কনসার্টে পারফর্ম করার জন্য টাকা দিয়েছিলেন৷ কনসার্টের নাম ছিল ‘সেলিব্রেটিং হান্ড্রেড ইয়ার্স অফ ইণ্ডিয়ান সিনেমা’৷ অনুষ্ঠানটি ২০১৩ সালে ১ লা সেপ্টেম্বর হওয়ার কথা ছিল৷

সেই সময়, সালমান কনসার্টটি করতে পারেননি কারণ তিনি দেশ ছেড়ে যাওয়ার অনুমতি পাননি৷ রাজস্থানের আইনি সমস্যায় জড়িয়ে পড়ার কারণে তাকে কিছু সময়ের জন্য দেশ ছেড়ে কোথাও যাওয়ার অনুমতি দেয়নি পুলিশ৷ এরপর ‘দ্য ভাইব্রেন্ট মিডিয়া গ্রুপ’ সালমানের সমস্যার কথা মাথায় রেখে তারা তাদের অনুষ্ঠানটি পেছাবার জন্যও রাজি ছিল৷ অভিনেতার সময়মতোই কনসার্টটি নতুন করে রিশিডিউল করতেও রেডি ছিল৷ কিন্তু এতেও রাজি হননি সালমানের পাশাপাশি অন্য তারকারা৷ সংস্থাটিকে না জানিয়ে অন্য একটি সংস্থার হয়ে পারফর্ম করার কথা দিয়ে ফেলেছেন তারকারা৷ ‘দ্য ভাইব্রেন্ট মিডিয়া গ্রুপ’র জন্য পারফর্ম তো করেননিই, এমনকি আগ্রীম ডিপোজিট এবং পারিশ্রমিকও ফেরত দেননি৷

সেই মিডিয়া গ্রুপের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে৷ সেই কারণে তারা এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন৷ তাদের মুখপাত্র জানিয়েছেন,  সালমান খান এবং তার এজেন্ট সহ বাকি তারকাদের বহুবার ফোনের মাধ্যমে যোগাযোগ করা হয়েছিল৷ কিন্তু কারো থেকে কোনো উত্তর আসেনি।”

এই অভিযোগের পর সলমন খান, ক্যাটরিনা কাইফ, সোনাক্ষি সিনহা, রণবীর সিং এবং প্রভু দেবা কেউই কোনো মন্তব্য করেননি৷ এ ধরণের চুক্তিভঙ্গের অভিযোগ আসা মানে তাদের কাজেও চরম ক্ষতি হওয়া৷ ‘দ্য ভাইব্রেন্ট মিডিয়া গ্রুপ’র অভিযোগ যদি সত্যি হয়ে থাকে তাহলে এই তারকারা কীভাবে পরিস্থিতি সামাল দেবেন সেটাই এখন দেখার বিষয়৷ এই সেলেব্রিটিদের মধ্যে কারো বিরুদ্ধে এর আগে এমন চুক্তিভঙ্গের কোনো অভিযোগ আসেনি৷ তাদের প্রতিক্রিয়া পাওয়ার জন্য অনেকে  অপেক্ষায় রয়েছেন৷

এমএইচ/এসি 

  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি