ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

রেমোর হাত ধরে জুটি বাঁধছেন বরুন-ক্যাট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৪, ১৬ জুন ২০১৮ | আপডেট: ২২:১৬, ১৬ জুন ২০১৮

Ekushey Television Ltd.

অবশেষে শ্যুটিংয়ে নামছেন অভিনেতা বরুন ধাওয়ান এবং ক্যাটরিনা কাইফ৷ পরিচালক রেমো ডি’সুজার আপকামিং মুভি ‘কার্টেন রাইসার’-এর প্রি-প্রোডাকশনের কাজ আপাতত শেষের দিকে৷  খুব অচিরেই ছবিটির শ্যুটিং শুরু হওয়ার কথা জানান কোরিওগ্রাফার এবং পরিচালক রেমো৷  

এক সাক্ষাৎকারে রেমো জানান, এই সিনেমাটা আমার কেরিয়ারের প্রথম ডান্স ওরিয়েন্টেট প্রজেক্ট৷ খুব আশাবাদী ছবিটি নিয়ে৷ শ্যুটিং শুরু হবে এবছরের শেষ থেকে৷ আপাতত আগামী মাস থেকে বরুন, ক্যাটরিনা এবং প্রভু দেবাকে নিয়ে ওয়ার্কশপ শুরু হবে৷ তবে ওয়ার্কশপটা একটু সময় নিয়ে করার ইচ্ছা রয়েছে আমার৷ তাই শ্যুটিং সিডিউল এবছরের শেষের দিকে করতে হয়েছে৷

পরিচালক রোমো বলেন, এই ছবিতে বড়সড় চমক নিয়ে আসেবেন বরুন, ক্যাটরিনা এবং প্রভু দিবা জুটি। এই তিনজনকে নিয়েই মূখ্যচরিত্র সাজিয়েছি।

আর এর মাধ্যমে এই প্রথম বরুন ধাওয়ানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন ক্যাটরিনা কাইফ৷

এমএইচ/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি