ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যে কারণে ‘ঈদ’ সেলিব্রেশন করলেন না শাহরুখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৩, ১৭ জুন ২০১৮

Ekushey Television Ltd.

প্রত্যেক বছরই ঘটা করে বলিউড বাদশা কিং খানের বাড়িতে ঈদ এর সেলিব্রেশন হয়। বছরের এই বিশেষ দিনটিকে তাদের প্রিয় শাহরুখকে ঈদের শুভেচ্ছা জানাতে ‘মন্নত’-এ হাজির হন অগণিত ভক্ত। বাদশাও বাড়ির টেরেস থেকে সকলের উদ্দেশ্যে হাত নাড়ান, সকলকে শুভেচ্ছা জানান। তার সঙ্গে থাকেন আদরের ছোট ছেলে আব্রাম খান। বিশেষ ওই দিনটিতে সব সাংবাদিকদের মন্নতে নিমন্ত্রণ করে খাওয়ান শাহরুখ। থাকে বিশাল আয়োজন। তবে এবার আর তেমনটা হল না। মন্নতে এবার কোনও ঈদ এর সেলিব্রেশন হয়নি।

এই মুহূর্তে আগামী সিনেমা ‘জিরো’র শ্যুটিং নিয়ে লস অ্যাঞ্জেলসে রয়েছেন শাহরুখ। তাই এবার আর কোনও কিছুই হয়নি। বাদশার সব রকম ঈদ সেলিব্রেশন থেকে বঞ্চিত ছিল মন্নত ও তার ভক্তরা। 

প্রসঙ্গত, ইতিমধ্যে ঈদ উপলক্ষে প্রকাশ্যে এসেছে ‘জিরো’র টিজার। যেখানে আর এসআরকে-র সঙ্গে দেখা গেছে বলিউডের ভাইজানকেও।


এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি