ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাহরুখের গানে নাচলেন রণবীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৫, ১৭ জুন ২০১৮

Ekushey Television Ltd.

১৯৯৮ সালে মুক্তি প্রাপ্ত ‘দিল সে’ সিনেমায় শাহরুখ মালাইকা অরোরার সেই ‘ছইয়া ছইয়া’ গান আজও দর্শকদের মন ছুঁয়ে যায়। এই গানের জন্যই বলিউডে আজও ‘ছইয়া ছইয়া’ গার্ল বলেই পরিচিতি পেয়ে আসছেন মালাইকা। গানটিতে টয়ট্রেনের উপর শাহরুখের সেই নাচ, পায়ের স্টেপ আজও তাক লাগিয়ে দেয়। একবার সেই গানের সঙ্গে নাচলেন রণবীর।

তার আগামী সিনেমা ‘সঞ্জু’র প্রমোশনে গিয়ে রণবীর কাপুরকে শাহরুখের ‘ছইয়া ছইয়া’ গানটিতে নাচতে দেখা যায়। ইতিমধ্যেই সোশ্যাল সাইটে সেই ভিডিও ভাইরাল হয়েছে।
তবে শুধু রণবীর কেন আজও দেশে বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে ‘ছইয়া ছইয়া’ গানে নাচতে দেখা যায় কিং খানকেও।
প্রসঙ্গত, ‘সঞ্জু’তে সঞ্জয় দত্তের ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে। যেখানে উঠে আসবে সুপারস্টার সঞ্জয় দত্তের জীবনের নানান ঘটনা। উঠে আসবে তার একাধিক নারীসঙ্গ, ছোট থেকে বড় হওয়া মা নার্গিস ও বাবা সুনীল দত্তের সঙ্গে তার সম্পর্কের নানান দিক, সঞ্জয় দত্তের জীবনের একাধিক প্রেম, তার জীবনের কালো অধ্যায় সহ নানান ঘটনা।
সূত্র : কলকাতা টুইন্টিফোর
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি