ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাস্তার মধ্যেই রেগে গেলেন আনুশকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৮, ১৭ জুন ২০১৮

Ekushey Television Ltd.

বরাবরই স্পষ্ট কথা বলতে পছন্দ করেন আনুশকা শর্মা। অন্যায় দেখলে চুপ করে থাকতে পারেন না তিনি। আবারও সেটির প্রমাণ দিলেন তিনি।
প্রকাশ্য রাস্তাতেই অগ্নিমূর্তি ধারণ করলেন নায়িকা। কিন্তু ঠিক কী ঘটেছিল? যাতে এতটা রেগে গেলেন নায়িকা? তবে পুরো ঘটনাটি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন স্বয়ং বিরাট কোহালি।
সম্প্রতি মুম্বাইতে রাস্তা দিয়ে যেতে যেতে আনুশকা দেখেন, এক ব্যক্তি গাড়ি থেকে প্লাস্টিক ফেলছেন রাস্তায়। তখনই গাড়ি থামান অানুশকা।
মুম্বাইয়ে সাধারণ কোনও ব্যক্তির সঙ্গে আনুশকা শর্মার মতো নায়িকা গাড়ি থামিয়ে কথা বলছেন, এ হয়তো অনেকের কাছেই স্বপ্ন। কিন্তু ওই ব্যক্তির কাছে তা সম্ভবত ছিল দুঃস্বপ্নের সামিল। গাড়ি থেকে অানুশকা রেগে উঠে বলেন, ‘আপনি রাস্তায় নোংরা ফেলছেন কেন? মনে রাখবেন, রাস্তায় আপনি এ ভাবে প্লাস্টিক ফেলতে পারেন না।’
এই ভিডিওটি শেয়ার করে বিরাট লেখেন, ‘দেখুন, এরা রাস্তায় নোংরা ফেলছেন…। ব্র্যান্ডেড গাড়িতে চলাফেরা করছেন, অথচ বুদ্ধি রয়েছে পায়ে। এরা আমাদের দেশকে পরিষ্কার রাখবে? আপনিও যদি এমন কিছু দেখেন একই ভাবে প্রতিবাদ করুন, সচেতনতা ছড়িয়ে দিন।’
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর অনেকেই অানুশকাকে সমর্থন করেছেন।
সূত্র : আনন্দবাজার
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি