ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

২০ বছর পর মঞ্চে রেখা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৬, ১৭ জুন ২০১৮

Ekushey Television Ltd.

২০ বছর পর আবার মঞ্চে পা পড়বে বলিউডের অন্যতম নৃত্যপটিয়সী রেখার। এই বলিউড ডিভার নাচ আবার মন মাতাতে চলেছে দর্শকের। ২০১৮ সালের আইফা অ্যাওয়ার্ডসের মঞ্চে দেখা যেতে চলেছে অভিনেত্রী রেখার পারফরম্যান্স। ৬৩ বছরের রেখা নাচের তালে ফের একবার মাততে চলেছেন তাঁর গুণমুগ্ধরা।
আইফা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে এবছরে আইফার মঞ্চ মাতাতে চলেছেন রেখা। অভিনেতা বরুণ ধওয়ান রেখার উপস্থিতিতেই আইফার তরফে এই ঘোষণা করেন। ফলে এবছরের আইফার সবচেয়ে বড় আকর্ষণ হল রেখার পারফরম্য়ান্স। বরুণ ধওয়ান জানিয়েছেন, সরাসরিরেখার নাচ দেখতে পারাটা সবচেয়ে বড় আকর্ষণ তাঁর কাছে। পারফরম্যান্সের বিষয়ে উচ্ছসিত রেখাও। তিনি পারফরম্যান্সের বিষয়ে জানিয়েছেন , `আমার আরেকটি নাম রহস্য। ` তাই নিজের নাচ নিয়ে এখনই মুখ খুলতে চাইছেন না রেখা। রেখা ছাড়াও এবছরে আইফার মঞ্চে দেখা যাবে একাধিক তারকাকে । অর্জুন কাপুর থেকে শ্রদ্ধা কাপুর, শাহিদ কাপুর, রণবীর কাপুরকে পারফর্ম করতে দেখা যাবে আইফার মঞ্চে। এবছরে পারফর্ম করবেন বরউণ ধওয়ান ও ববি দেওলও। আইপার মঞ্চে নাচের তালে সকলকে মাত করতে চলেছেন সলমনের বান্ধবী লুলিয়া ভন্তুরও।
সূত্র : অন ইন্ডিয়া
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি