ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বক্স অফিসে ঝড় তুলেছে সালমানের ‘রেস থ্রি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৮, ১৭ জুন ২০১৮

Ekushey Television Ltd.

সালমান খান মানেই সিনেমা হিট। ‘রেস থ্রি’ মুক্তির পর তা আরও একবার প্রমাণিত হলো। শুক্রবার রেস সিরিজের তৃতীয় সংস্করণ মুক্তি পাওয়ার পর থেকেই রেমো ডিসুজার পরিচালনা নিয়ে চলছে নানা সমালোচনা। রেস ফ্র্যাঞ্চাইজির প্রথম দুটি সিনেমার মতো জমাট বাঁধেনি এবারের গল্প। পরিচালনাতেও নানা ভুলত্রুটি রয়ে গেছে। কিন্তু সমালোচনা যাই হোক, নিন্দুকদের মুখে ছাই দিলেন সল্লু মিঞা। বুঝিয়ে দিলেন রেসের ঘোড়ার লাগাম যখন তার হাতে, তখন চিন্তার কোনও কারণ নেই। আপন গতিতেই ছুটবে ঘোড়া। ঠিক তাই, শুরুতেই ভাইজান ছক্কা হাঁকালেন।
ঠিক যখন বিশ্বকাপ নিয়ে মেতে উঠেছে পুরো বিশ্ব, সেই সময়ই সালমানের এই সিনেমা মুক্তি পেয়েছে। কিন্তু সালমান মানে সালমানই। তার প্রতিযোগী একমাত্র তিনিই। প্রতিবারই নিজেকেই নিজে ছাপিয়ে গেছেন। অন্যান্যবারের মতো এবারও ঈদের উৎসবে সালমান জ্বরে ভুগছেন তার অগণিত ভক্ত। আর সেইসব ভক্তদের সৌজন্যেই প্রথমদিন বক্স অফিসে ২৯ কোটি ১৭ লক্ষ টাকার ব্যবসা করে ফেলেছে। বলিউডে চলতি বছরে এখনও পর্যন্ত যা সর্বোচ্চ ওপেনিং। টাইগার স্রফ ও দিশা পাটানির ‘বাঘি টু’-কেও ছাপিয়ে গেছে সালমানের কারিশমা।
অনিল কাপুর, জ্যাকলিন ফার্নান্ডেজ, ববি দেওলদের সঙ্গে নিয়ে ফের দর্শকদের মন কেড়েছেন ভাইজান।
সূত্র : সংবাদ প্রতিদিন
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি