ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সম্পর্কের কথা স্বীকার করলেন দীপিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১১, ১৮ জুন ২০১৮ | আপডেট: ১১:০৫, ১৮ জুন ২০১৮

Ekushey Television Ltd.

দীর্ঘ পাঁচ বছর পর স্বীকার করলেন দীপিকা পাডুকোন। মিডিয়ার বিভিন্ন প্রশ্ন এতদিন এড়িয়েই এসেছিলেন এই জুটি।
সম্প্রতি রণবীর সিংয়ের ইনস্টাগ্রামের পোস্টে কমেন্ট সেকশনে দীপিকা লিখেছেন- ‘Mine’. ব্যস! ফ্যানেদের নজরে পড়তে কী আর বেশি সময় লাগে। দীপিকার কমেন্ট দেখতেই সঙ্গে সঙ্গে তার কমেন্টের স্ক্রিনশট করে নেয় ভক্তরা। দীপিকা হয়েছে ভেবেছিলেন অগণিত মানুষের কমেন্টের মাঝে তিনি যদি কমেন্ট করে বসেন তাহলে কারও হয়তো চোখে পড়বে না।
এতেই ভক্তরা ধরে নিয়েছেন যে বিয়ের গুঞ্জন একেবারেই মিথ্যা নয়। এ বছর নভেম্বরে ঠিক হয়েছে বিয়ের দিন। বিয়ের কেনাকাটা এখনও চলছে।

শোনা গেছে, একটি গহনার সংস্থা দীপিকার জন্য বিশেষ নক্সা করা ওয়েডিং জুয়েলরি বানাতে যাচ্ছেন। সেই ডিজাইন ঠিক করতেই মাস খানেক আগে সেই গহনার দোকানের সামনে দীপিকা এবং তার মাকে দেখা যায়।
এছাড়াও নায়িকা হাতে কোন সিনেমার কাজ রাখেননি। তোড়জোড় করছেন বিয়ের প্রস্তুতি নিয়ে। দীপিকাকে বেশ কয়েকবার রণবীরের বাড়ি থেকে বের হতে দেখা গেছে।

অন্যদিকে রণবীরকে, দীপিকার পরিবারের সঙ্গে রেস্টুরেন্টের বাইরে দেখা গেছে।
সূত্র : কলকাতা টুইন্টিফোর
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি