ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

মৃত্যুভয় কাজ করলেও বাঘের সঙ্গে মিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৭, ১৮ জুন ২০১৮

ব্যাংককে বেড়াতে গিয়ে সত্যিকারের বাঘের খাঁচায় ঢুকে পড়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। যদিও ছোটবেলায় মা-বাবার সঙ্গে চিড়িয়াখানায় প্রথম বাঘ দেখেছেন। তা-ও আবার দূর থেকে। সেই সময় বাবা-মা মিমকে খাঁচার কাছে যেতে দেননি। বাঘ নিয়ে বরাবরই ভয় কাজ করেছে তার। এবার জ্যান্ত বাঘের খাঁচায় ঢুকে পড়লেন অভিনেত্রী।

 

ঈদের আগের দিন মা-বাবাকে সঙ্গে নিয়ে ব্যাংককে বেড়াতে গেছেন মিম। বেড়ানোর ফাঁকে ব্যাংককের হাসপাতালে বাবা অধ্যাপক বীরেন্দ্র নাথ সাহার শারীরিক চেকআপ করাতে যান তিনি।

মিম জানান, রোববার সকালে মা-বাবাকে নিয়ে ব্যাংককের নামুয়াং সাফারি পার্কে বেড়াতে যান তিনি। সেখানেই জীবনে প্রথম জ্যান্ত বাঘের খাঁচায় ঢুকেছেন। শুরুতে মৃত্যুভয় কাজ করলেও খাঁচায় ঢোকার কিছুক্ষণ পর পুরো সময়টা উপভোগ করেছেন।

 

মিম বলেন, ‘সব মিলিয়ে ১০ মিনিট আমরা বাঘের খাঁচায় ছিলাম। অদ্ভুত অভিজ্ঞতা। এর আগে কয়েকবার ব্যাংককে এই পার্কে গিয়েছি। পরিচিত এক বৌদি আমাকে বাঘের খাঁচায় ঢোকার জন্য বলেছিলেন। কিন্তু ভয়ে ঢুকিনি। এবারও শুরুতে ভয় কাজ করছিল। মনের সঙ্গে যুদ্ধ করে শেষ পর্যন্ত ঢুকেই পড়েছি। এখন সাহস কিছুটা বেড়েছে। হঠাৎ করে যখন বাঘ গর্জন করে ওঠে, তখন নড়েচড়ে বসেছি। তবে পুরো সময়টা ছিল বেশ রোমাঞ্চকর। অনেক দিন মনে থাকবে।’

ব্যাংককে বেড়ানো শেষে ২৪ জুন দেশে ফিরবেন মিম। এসেই নতুন কাজে নেমে পড়বেন।

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি