ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সানির নগ্ন ছবি প্রকাশ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৩, ১৯ জুন ২০১৮

Ekushey Television Ltd.

সানি লিওনের নগ্ন ছবি ফাঁস হয়েছে। খবরটা অনেকের কাছেই সাদামাটা। কারণ সানি তো সবসময় নগ্ন ছবি আর ভিডিও দিয়েই মাত করে রাখে নীল জগৎ। তবে আশ্চর্যের বিষয় ছবিটি অন্য কেউ প্রকাশ করেনি। তা প্রকাশ করেছেন স্বয়ং সানি লিওনের স্বামী ড্যানিয়েল।

ভারতীয় গণমাধ্যমের খবর-ইনস্টাগ্রামে সানি লিওনের স্বামী ড্যানিয়েল ওয়েবার পোস্ট করেছেন তার পরিবারের একটি ছবি। তাতে শিশুকন্যা নিশা ও সানি- কারও গায়ে পোশাক দেখা যাচ্ছে না। তবে ড্যানিয়েলের ঊর্ধ্বাঙ্গ উদোম হলেও জিনস পরে রয়েছেন তিনি। ড্যানিয়েল লিখেছেন, পিতৃদিবস উপলক্ষ্যে এই ছবি। সানিকে ধন্যবাদ আমায় নিশাকে (সানি-ড্যানিয়েলের কন্যা) দেওয়ার জন্য, আমাকে ভালবাসার জন্য।

তুমি সব সময় বুঝতে পার, আমার জন্য সব থেকে সেরা কোনটা। নিশা আমার সব কিছু, ও আমার হৃদয় বরাবরের জন্য চুরি করেছে। অন্য দুই শিশুসন্তানের সঙ্গেও ড্যানিয়েল পোস্ট করেছেন তার ছবি। সানি ও ড্যানিয়েলের ৩ সন্তান। নিশাকে তারা দত্তক নিয়েছেন, বাকি দুজন জন্মেছে সারোগেসির মাধ্যমে। এদিকে সন্তানদের সঙ্গে সানির এমন ছবিতে বেশ সমালোচনা করছেন সানি ভক্তরা। তবে কেউ কেউ আবার তাদের প্রশংসাও করছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি