ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

চুরির দায়ে লজ্জায় লাল রিহানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৫, ২০ জুন ২০১৮

লজ্জায় পড়লেন বিশ্বখ্যাত গায়িকা রিহানা। এক টেলিভিশন শো-তে এসে তিনি কঠিন ভাবে বিব্রত হন। দ্য গ্রাহাম নর্টন শো নামে ওই অনুষ্ঠানে সঞ্চালক সবার সামনে তাকে গ্লাস চুরির দায়ে অভিযুক্ত করেন। রিহানা নাকি বিভিন্ন পার্টি আর ক্লাবে গিয়ে হাতে করে দিব্যি পানপাত্র নিয়ে বেরিয়ে আসেন।

ক্যামেরায় বারবার ধরা পড়েছে তার এই হাত সাফাইয়ের চিত্র। সঞ্চালক গ্রাহাম নর্টন রিহানার গ্লাস চুরির একের পর এক ছবি দেখিয়ে তাকে অপ্রস্তুত করে দেন। নার্ভাসভাবে ফ্যাকাসে হাসি হাসতে হাসতে রিহানা শুধু বলেন, অন্তত এক ক্ষেত্রে হোটেল থেকে নেওয়া গ্লাস ফেরত দিয়েছিলেন তিনি।

নর্টন তো এ কথাও বলে দেন, যে রিহানার মধ্যে অপরাধের প্রবণতা রয়েছে। অনুষ্ঠানে যোগ দেওয়া অন্যান্যদের এ কথা বলে সতর্ক করে দেন তিনি। শুধু মেয়েদের নিয়ে তৈরি একটি সিনেমাতে রিহানা কম্পিউটার হ্যাকারের চরিত্র করছেন।

নিজের চুরির দৃশ্য দেখে ঘাবড়ে যাওয়া গায়িকা বলেন, আমার মাও এগুলো দেখতে পাবে।

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি