ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রিয়াঙ্কার জীবনের কথা ‘আনফিনিশিড’ আসছে আগামী বছর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৭, ২০ জুন ২০১৮

Ekushey Television Ltd.

সাবেক বিশ্বসুন্দরী বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার আত্মজীবনী `আনফিনিশড` আগামী বছর প্রকাশিত হওয়ার কথা রয়েছে। আগামী বছর বইটি একযোগে ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও ভারতে প্রকাশিত হবে।

সম্প্রতি নিউ ইয়র্কের র‌্যান্ডম হাউস এক টুইটার বার্তায় প্রিয়াঙ্কা চোপড়ার ‘আনফিনিশড’ প্রকাশের ঘোষণা দেয়।

বলিউডের পাশাপাশি হলিউডেও কাজ করছেন সাবেক এ বিশ্বসুন্দরী। ১৭ বছর বয়সে মিস ইন্ডিয়া নির্বাচিত হয়ে একই বছর মিস ওয়ার্ল্ড খেতাব জিতেন প্রিয়াঙ্কা।

এই বই সম্পর্কে প্রিয়াঙ্কা বলেন, বইটিতে একাধারে সততা, রসিকতা, সাহসিকতা, উদ্দীপনার পাশাপাশি আমার বিদ্রোহবোধটাকেও তুলে ধরা হয়েছে। আমি সবকিছু ব্যক্তিগত রাখতেই পছন্দ করি। তবে এবার আমি তা প্রকাশ করতে প্রস্তুত।

তিনি আরোও বলেন, নারীদের অনুপ্রাণিত করার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমি চাই নারীরা যেন আত্মবিশ্বাস নিয়ে তাদের কাজ করতে পারে। এ পর্যন্ত আসতে আমার আত্মবিশ্বাসই আমাকে সাহায্য করেছে। তাই এতে নারীরা তাদের অনুপ্রেরণা খুঁজে পাবে।  

সূত্র: হিন্দুস্থান টাইমস

/এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি