ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মিস ইন্ডিয়া খেতাব জিতেছেন অনুকৃতি ভাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩১, ২১ জুন ২০১৮

Ekushey Television Ltd.

ভারতের বিভিন্ন রাজ্যের ৩০ প্রতিযোগীকে হারিয়ে এ বছর মিস ইন্ডিয়া খেতাব জিতেছেন তামিলনাড়ুর অনুকৃতি ভাস। মুম্বাইয়ে গত মঙ্গলবার রাতে তারকাখচিত অনুষ্ঠানে বিজয়ী হিসেবে অনুকৃতির নাম ঘোষণা করা হয়। ২০১৭ সালের মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লার অনুকৃতির মাথায় সেরার মুকুট পরিয়ে দেন।
তামিলনাড়ুর মেয়ে অনুকৃতির বয়স ১৯। তিনি এখন ফ্রেঞ্চ ভাষায় চেন্নাইয়ের লোয়োলা কলেজে বিএ পড়ছেন। উচ্চ মাধ্যমিক শেষ করেছেন তামিলনাড়ুর আর এসকে হাইয়ার সেকেন্ডারিতে।
অনুকৃতি গাইতে ও নাচতে ভালোবাসেন। তিনি একজন অ্যাথলেটও। বাইকে চড়তে ভীষণ পছন্দ করেন অনুকৃতি। মা একাই বড় করেছেন অনুকৃতিকে। তিনি মেয়ের কাছে সেরা মা এবং সেরা বন্ধুও।
অনুকৃতির মা চান ফ্রেঞ্চ ভাষা শিখে মেয়ে ভাষা রূপান্তরকারী হিসেবে আত্মপ্রকাশ করুক। আর অনুকৃতি নিজে পারমডেল হতে চান। ফটোগ্রাফিতেও ঝোঁক আছে তার।
সূত্র : ইন্ডিয়া টুডে

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি