ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঝড় তুললেন রাখি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৫, ২২ জুন ২০১৮

Ekushey Television Ltd.

এবারে কোনও কন্ট্রোভার্সি নয়। বরং নেটিজনদের জন্য বার্তা পাঠালেন একটি হট ভিডিওয়র মাধ্যমে। সকলকে সুস্থ থাকার বার্তা দিলেন রাখি সাওয়ান্ত। বিশ্ব যোগা দিবসে যখন সকল সেলেব্রিটিরা কিছু না কিছু পোস্ট করছেন, তখন রাখিও বাদ যাননি। লাল পোশাকে যোগা করেছেন কন্ট্রোভার্সি ক্যুইন। আশেপাশে রয়েছেন আরও কয়েকজন। মন দিয়ে ট্রেনারের উপদেশ মেনে পারফেক্ট যোগা পোজে আসার চেষ্টা করছেন তিনি। যদিও ভিডিও দেখে যা মনে হচ্ছে যোগায় বেশ পারদর্শী রাখি। টানটান যোগাসনে মাতাচ্ছেন নেটদুনিয়া।
তবে চমক অন্য জায়াগায়। তার পোশাক। ভিডিওতে রাখি সাওয়ান্ত থাকবেন আর সবকিছু সাদামাটা থাকবে তা তো হয় না। একটি লাল মনোকিনি টাইপের একটি স্যুইমসুট পড়েছিলেন ভিডিওতে। সোশ্যাল মিডিয়ায় তার ছবি এবং ভিডিও ভাইরাল হওয়ার কারণ তার সেই পোশাক। তবে অধিকাংশ নেটিজনরাই হাসাহাসি করছেন সেটা নিয়ে। যোগা করতে গিয়ে কোন মানুষ স্যুইমসুট পড়েন? এই প্রশ্নই ঘুরে ফিরে বেড়াচ্ছে রাখির পোস্টে।

সূত্র : কলকাতা টুইন্টিফোর
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি