ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইতালিতেই সাতপাকে বাঁধা পড়ছেন রণবীর-দীপিকা? 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৫, ২২ জুন ২০১৮ | আপডেট: ২২:৩৯, ২২ জুন ২০১৮

Ekushey Television Ltd.

বলিউড পাড়ায় রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহের কমতি নেই। কোথায় সাতপাকে বাঁধা পড়ছেন? কোথায় তাদের বিয়ের অনুষ্ঠান হচ্ছে?  এরই মধ্যে মুম্বাই মিররের এক খবরে ইতালিতে রণবীর ও দীপিকার বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা জানিয়েছে।  

সূত্রের খবরে জানা যায়, চলতি বছরের নভেম্বরের দিকে বাজতে পারে রণবীর ও দীপিকার বিয়ের সানাই। এরই মধ্যে বিয়ের জন্য ওয়েডিং প্ল্যানারের দ্বারস্থ হয়েছেন দুই পরিবার।

তাদের পরিবার সূত্রে জানা যায়, বিয়ের দুটি অনুষ্ঠান হবে। একটি হবে ইতালিতে, অপরটি হবে ভারতের ব্যাঙ্গালুরুতে। 

তারা জানায়, রণবীর ও দীপিকা দুজনেই চান ভক্তদের ভিড় এড়িয়ে বিয়ে করতে। তাই তাদের আগ্রহে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতালিতে রণবীর-দীপিকার কাছের বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজন উপস্থিত থাকবেন।   

দীপিকা এরই মধ্যে তার ছোট বোন আনিশা ও মা উজালাকে নিয়ে কিয়ের কেনাকাটা শুরু করে দিয়েছেন। তবে তিনি বিয়েতে কোন ডিজাইনের পোশাক পড়বেন তা এখনো জানা  যায়নি।

এমএইচ/এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি