ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হাসপাতালে সানি লিওন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৩, ২২ জুন ২০১৮ | আপডেট: ২০:১৯, ২২ জুন ২০১৮

Ekushey Television Ltd.

উত্তরাখন্ডে চলছিল ‘স্পিল্টসভিলা’-এর শ্যুটিং। কিন্তু আচমকাই শ্যুট চলাকালীন অসুস্থ হয়ে পড়েন সানি লিওন। অবস্থা এতটাই খারাপ হয়ে পড়ে যে তাকে সাথে সাথে হাসপাতালে ভর্তি করতে হয়।

বর্তমানে তিনি উত্তরাখণ্ডের উধাম সিংহ জেলার কাশীপুরের ব্রিজেশ হাসপাতালে ভর্তি রয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার সময় সানিকে হাসপাতালে ভর্তি করতে হয়।

মারাত্মক পেটের যন্ত্রণা এবং হাল্কা জ্বর নিয়ে হাসপাতালে আছেন সানি।  

জানা যায়, মারাত্মক গরম এবং বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির কারণে, সানির পেটের সমস্যা তৈরি হয়। সেই থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তার অবস্থা ঠিক আছে। আজ অথবা আগামীকালই ছেড়ে দেওয়া হবে তাকে।  

এমএইচ/এসি

  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি