ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শিগগিরই সন্তান চান প্রিয়াঙ্কা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১১, ২৩ জুন ২০১৮

Ekushey Television Ltd.

নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কা নাকি লিভ ইন করছেন। নিককে নিয়ে ভারতেও এসেছেন। প্রিয়াঙ্কার মা মধু চোপড়ার সঙ্গে দেখা করতেই নিক ভারতে এসেছেন। কিন্তু, এসবের মধ্যে প্রিয়াঙ্কা এবার নতুন কথা বললেন।
সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, শিশুদের তিনি খুব ভালোবাসেন। একই সঙ্গে নিজের সন্তানও চান তিনি। ছোটদের ভালোবাসেন বলেই আগামী ১০ বছরের মধ্যে নিজের সন্তান চান বলেও মন্তব্য করেন প্রিয়াঙ্কা।
এদিকে বৃহস্পতিবার মুম্বাইতে আসেন প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস। কিন্তু, ক্যামেরার সামনে আসতেই গাড়ির কাঁচ তুলে দেন প্রিয়াঙ্কা। পাশপাশি নিকও নিজের মুখ ঢেকে ফেলেন।    
সূত্র : জি নিউজ
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি