ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হাসপাতাল ছেড়েছেন সানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৬, ২৪ জুন ২০১৮

Ekushey Television Ltd.

হাসপাতাল ছেড়েছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। শুক্রবার তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। গত বৃহস্পতিবার ভারতের উত্তরখণ্ডে শুটিং করার সময় হঠাৎ সানির পেটে পিড়া শুরু হয়। এরপর তাকে উদম সিং নগর জেলার ব্রিজেশ হাসপাতালে ভর্তি করা হয়।

তার চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক মানায়েক আগরওয়াল ভারতীয় একটি সংবাদ মাধ্যমে বলেন, পেটে পিড়া ও সামান্য জ্বর নিয়ে সানি হাসপাতালে আসেন। ওষুধ দেয়ার পর ব্যথা কমে গেলে শুক্রবার বিকেলে আমরা তাকে ছাড়পত্র দিয়েছি।
এ প্রসঙ্গে সানির মুখপাত্র বলেন, সানি রিসোর্টে ফিরেছেন। চিকিৎসক তাকে কয়েকদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
উল্লেখ্য, ‘স্প্লিটসভিলা’ রিয়েলিটি শোয়ের শুটিং করার সময় অসুস্থ হন সানি। এ শোয়ের সঙ্গে সংশ্লিষ্ট একজন বলেন, আগামী দুইদিন যে অংশটুকুতে সানিকে প্রয়োজন নেই সেগুলোর শুটিং করব। আশা করছি সোমবার নাগাদ তিনি আবারও শুটিংয়ে যোগ দেবেন।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি