ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

নতুন ধারাবাহিকে রিচি সোলায়মান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৬, ২৪ জুন ২০১৮

রিচি সোলায়মান। পারিবারিক ব্যস্ততা ও প্রবাস জীবনের কারণে নিয়মিত অভিনয় করতে পারছেন না তিনি। তবে লম্বা বিরতির পর আজ থেকে প্রচার শুরু হচ্ছে তার অভিনীত ধারাবাহিক ‘রোড নাম্বার ৭, বাড়ি নাম্বার ১৩’।

আজাদ আবুল কালামের রচনা ও রুলীন রহমানের পরিচালনায় নাটকটি প্রচার হবে প্রতি সপ্তাহে রবি ও সোমবার রাত ৮টা ১৫মিনিটে বাংলাভিশনে।

নাটকটিতে রিচি ছাড়াও অভিনয় করেছেন আফরান নিশো, ইন্তেখাব দিনার, সুজানা জাফর, আজাদ আবুল কালাম, তানিয়া হোসাইন, শম্পা রেজা, আবুল হায়াত, খায়রুল আলম সবুজ, আফরোজা বানু, দিহান, শাহাদাৎ প্রমুখ।
ধারাবাহিকটির গল্প এমন, ৭ নম্বর রোডের ১৩ নম্বর বাড়িটি অবসরপ্রাপ্ত অ্যাডিশনাল সেক্রেটারি শাকুর সাহেবের। ছোট্ট এই বাড়িটিকে ঘিরে তার অনেক স্মৃতি। এখানে তার সন্তানরা জন্মেছে, বড় হয়েছে। তার নিজের জীবনের সোনালী দিনগুলোও কেটেছে এখানেই। তাই এই বাড়িটিকে ঘিরে তার অনেক স্বপ্ন।
কিন্তু সন্তানদের কারণে ছোট্ট এই বাড়িটিকে ঘিরে শুরু হয় স্বার্থপরতার খেলা। সেই রেশ ধরে চলতে থাকবে পারিবারিক জটিল গল্পের এই ধারাবাহিকটি।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি