ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

বিয়ে করলেন রোজ-হ্যারিংটন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪০, ২৫ জুন ২০১৮

জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’ খ্যাত কিট হ্যারিংটন ও রোজ লেসলি বিয়ে করেছেন। শনিবার ২৩ জুন স্কটল্যান্ডে গাঁটছড়া বেঁধেছেন তারা। এর আগে ২০১৭ সালের সেপ্টেম্বরে বাগদান সম্পন্ন করেন রোজ-হ্যারিংটন জুটি।
পর্দায় প্রেমের অভিনয় করতে করতে বাস্তব জীবনেও একে অন্যের সঙ্গে কখন যে জড়িয়ে গেছেন তা বুঝতেও পারেননি কিট হ্যারিংটন ও সহশিল্পী রোজ লিসলি। যখন বুঝতে পারলেন তখন আর অধিকাংশ সেলিব্রেটির মতো লুকোচুরি করলেন না। ঘটা করে জানান দিলেন এবং এবার বিয়েটা সেরে নিলেন।
স্কটল্যান্ডের ওয়ার্ডহিল ক্যাসলের রেইনি চার্চে বিয়ের আয়োজন করা হয়। বিয়েতে আইভরি রঙের গাউন পরেছিলেন কনে রোজ লিসলি।
উল্লেখ্য, ২০১১ থেকে আমেরিকার জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’ অভিনয় করছেন কিট হ্যারিংটন। ২০১২ সালে সিরিজটির শ্যুটিং সেটে রোজ লিসলির সঙ্গে তার দেখা হয়।
শোতে কাজ করতে গিয়েই রোজের প্রেমে পড়েছেন বলে জানিয়েছেন কিট হ্যারিংটন।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি