ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

২০ বছর পর স্টেজ কাঁপালেন রেখা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৫, ২৫ জুন ২০১৮

Ekushey Television Ltd.

১৯৮১ সালের কথা। ‘উমরাও জান’ সিনেমার ‘ইন আখো কি মস্তি’ গানে রেখার নৃত্যে ঘায়েল হয়েছিল বলিউড থেকে সমস্ত সিনেপ্রেমী। আমিরার সেই টানা টানা দুই গভীর চোখে মন হারিয়েছিল অসংখ্য ভক্ত। একই রকমভাবে মন মাতাতে ২০ বছর পর আইফার স্টেজ কাঁপালেন রেখা।
মাত্র কয়েক মিনিট স্টেজে অভিনেত্রীর পারফরমেন্স। দর্শকদের চিৎকারে বোঝাই যাচ্ছিল অভিনেত্রীর জনপ্রিয়তা কতটা! সামান্য ভিডিওতে দেখেই মনে হয়, ‘একটা মানুষ সারাজীবন এত সুন্দর, এত গ্রেসফুল কী করে থাকে?’

‘সালামে ইশ্ক মেরি জান’ এ রেখার ঠুমকায় মেতে উঠেছিল পুরো ব্যাংকক। একমাত্র তারই পরিবেশনার সময় দর্শকদের উৎসাহ তুঙ্গে ছিল। পিচ গোল্ডেন রঙের আনারকলিতে রেখাকে যেন সেই একইরকম অপরূপা লাগছিল৷ ‘মুকাদ্দর কা সিকন্দর’ সিনেমার গানটির মুহূর্তগুলো যেন আবারও চোখের সামনে ভেসে উঠল দর্শকদের।
এছাডা়ও ‘মুঘল-এ-আজম’ সিনেমার সেই আইকনিক ট্র্যাক ‘যব প্যায়ার কিয়া তো ডরনা কেয়া’ তেও অভিনেত্রী নিজের জাদুতে মুগ্ধ করলেন গোটা টিনসেলকে। সিনেপ্রেমী, রেখার ফ্যান এবং বলিপাড়ার কাছে ১৯ তম আইফা অ্যাওয়ার্ডসের সেরা মুহূর্ত একমাত্র রেখাজীর পারফরমেন্স।
সূত্র : কলকাতা টুইন্টিফোর
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি