ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আবারও ঢাকায় ফিরছেন রিচি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৪, ২৫ জুন ২০১৮

Ekushey Television Ltd.

প্রায় পাঁচ মাস পর আবারো ঢাকায় ফিরছেন রিচি সোলায়মান। সবকিছু ঠিক থাকলে আগামীকাল মধ্যরাতে এ অভিনেত্রী ঢাকার মাটিতে পা রাখবেন।
রিচি জানান, এবার কয়েকটি কারণে ঢাকায় আসছেন। এগুলো হচ্ছে মায়ের সঙ্গে কোরবানির ঈদ করা, রংপুরে নানী রিজিয়া বেগমকে দেখতে যাওয়া এবং কয়েকটি ঈদ নাটক-টেলিফিল্মে কাজ করা। সব মিলিয়ে আগামী সেপ্টেম্বর পর্যন্ত তিনি দেশে থাকবেন বলে জানান।
তিনি আরও জানান, আগামী আগস্টে তার স্বামী তার সঙ্গে সময় কাটাতে আমেরিকা থেকে দেশে আসবেন। এরপর সেপ্টেম্বরের মাঝামাঝিতে তারা একসঙ্গে আমেরিকা ফিরে যাবেন।
এদিকে রিচি অভিনীত রহমতুল্লাহ তুহিন পরিচালিত ‘যখন কখনো’ ধারাবাহিক নাটকটি প্রতি শনি ও রবিবার রাত  ৮টা ২০ মিনিটে এনটিভিতে নিয়মিতভাবে প্রচার হচ্ছে। এতে তিনি ফেরদৌসী মজুমদারের মেয়ের চরিত্রে অভিনয় করছেন।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি