ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

বাংলাদেশে মুক্তি পাচ্ছে জিতের ‘সুলতান’  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৪, ২৫ জুন ২০১৮ | আপডেট: ০০:১৩, ২৬ জুন ২০১৮

ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু সেটা সম্ভব হয়নি। শুধু কলকাতায় মুক্তি দেওয়া হয় সুলতান: দ্য সেভিয়র’। এবার বাংলাদেশে মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে ছবিটি। প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া আগামী ৬ জুলাই ছবিটি মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।       

ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কলকাতার জিৎ, প্রিয়াঙ্কা সরকার ও বাংলাদেশের বিদ্যা সিনহা মিম। আরও আছেন আমান রেজা ও তাসকিন রহমান। প্রথমে যৌথ প্রযোজনায় সিনেমাটি করার কথা থাকলেও পরে এককভাবে নির্মিত হয়।    

তাই ছবিটি সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে।

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেন, ছবিটি মুক্তির অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়। এখন শুধু সেন্সর করতে বাকি আছে। এটি হয়ে গেলেই ৬ জুলাই ‘সুলতান: দ্য সেভিয়র’ বাংলাদেশে মুক্তি পাবে।

‘সুলতান: দ্য সেভিয়র’ পরিচালনা করেছেন কলকাতার নির্মাতা রাজা চন্দ। এটি প্রযোজনা করেছে জিতস ফিল্মস ওয়ার্কস।

এসি

  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি