ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বোনকে নিয়ে নিকের সঙ্গে গোয়ায় প্রিয়াঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২০, ২৬ জুন ২০১৮

Ekushey Television Ltd.

হবু শাশুড়ির সঙ্গে ডিনার থেকে শুরু করে শালিকার সঙ্গে মস্তি, চুটিয়ে মজা নিচ্ছেন নিক। মধু চোপড়ার সঙ্গে নৈশভোজের পর এবার সামনে এসেছে একটি ভিডিও। যেখানে পরিণীতি ও প্রিয়াঙ্কা দু’বোন মেতেছেন বর্ষার আমেজে। কারণ ব্যাকগ্রাউন্ডে বাজছে টিপ টিপ বরসা পানি। শুধু বোনেদের ভিডিও নয়! সোশ্যাল মিডিয়ায় চলে এসেছে তাদের এক সঙ্গে লাঞ্চ করার ছবিও।
হাতে আর বেশি দিন নেই নিকের। চলে যেতে হবে আমেরিকা। তার আগে সবার সঙ্গে সেরে ফেলেছেন সাক্ষাৎ। সম্প্রতি নিকের সঙ্গে ডিনারে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। সঙ্গে ছিলেন মা মধু চোপড়াও। ডিনার থেকে ফেরার সময় ক্যামেরা ঘিরে ধরে দু’জনকে। স্বাভাবিকভাবেই মা’য়ের কাছে জিজ্ঞাসা করা হয় প্রিয়াঙ্কা-নিকের সম্পর্ক নিয়ে। যার উত্তর অনেকটা ধরি মাছ না ছুঁই পানি’র মতই দিয়েছেন।

শুধু বলেন, ‘আমরা শুধু ডিনারে গিয়েছিলাম। নিক সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু আমাদের গ্রুপ ছিল অনেক বড়। ওখানে প্রায় ১০ জন ছিলেন। আমি নিককে ভালোভাবে চেনার সুযোগই পাইনি।’

তবে আর মেয়ের সো-কলড বয়ফ্রেন্ড সম্পর্কে তার মত, ‘আমি তো ওর সঙ্গে প্রথমবার দেখা করলাম। মতামত জানানোর ক্ষেত্রে এটি খুব বেশি তাড়াতাড়ি হয়ে যাবে।’
সূত্র : কলকাতা টুইন্টিফোর
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি