ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

স্টেজ পারফরম্যান্সে এই বলি তারকাদের পারিশ্রমিক কত জানেন?  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৪, ২৬ জুন ২০১৮ | আপডেট: ১৪:০৩, ২৭ জুন ২০১৮

Ekushey Television Ltd.

বলিউড সুপারস্টার মানেই দর্শকদের উন্মাদনার শেষ নেই। রূপোলি পর্দার বাইরে প্রিয় তারকার পারফরম্যান্স দেখতে কে না চায়। দীপিকা থেকে ক্যাটরিনা, হৃতিক থেকে রণবীর— তারকাদের লাইভ পারফরম্যান্স মানেই টিকিট বিক্রি হয় হট কেকের মতোই। আর মাত্র কয়েক মিনিটের পারফরম্যান্সের জন্য এই সেলেবরা কত পারিশ্রমিক নেন শুনলে চোখ কপালে উঠবে।  

হৃতিক রোশন: বিতর্ক তাঁর সর্বক্ষণের সঙ্গী। তাও হলি-বলির ইঁদুর দৌড়ে অনেকটাই এগিয়ে বলিউডের ‘গ্রিক গড’। ২০১৮ সালে বিশ্বসেরা হ্যান্ডসাম অভিনেতাদের তালিকাতেও প্রথম স্থানে তিনি। এ হেন তারকার স্টেজ পারফরম্যান্সের পারিশ্রমিক যে একটু বেশিই হবে তাতে আর আশ্চর্যের কি আছে। এক একটা পারফরম্যান্সের জন্য সাড়ে তিন কোটি টাকা পারিশ্রমিক নেন হৃতিক।

দীপিকা পাড়ুকোন: বলিউডে এখন তাঁরই রাজত্ব। বি-টাউনে সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া তারকাদের মধ্যেও প্রথম সারিতে তিনি। দীপিকার লাইভ পারফরম্যান্স মানেই মাথার ঘাম পায়ে ফলতে হয় আয়োজকদের। মাত্র চার মিনিটের স্টেজ পারফরম্যান্সের জন্য দীপিকার পারিশ্রমিক প্রায় দেড় কোটি টাকার কাছাকাছি।

ক্যাটরিনা কইফ: ‘চিকনি চামেলি’ হোক বা ‘কালা চশমা’ ক্যাটের স্টেজ পারফরম্যান্স দেখতে হলে একটু বেশিই গাঁটের কড়ি খসাতে হয় দর্শকদের। নায়িকার পারিশ্রমিকও কম কিছু নয়। যে কোনও অ্যাওয়ার্ড শো-তে পারফর্ম করার জন্য ক্যাটের পারিশ্রমিক ৫০ লক্ষ থেকে দেড় কোটি টাকা। তবে, পারফরম্যান্স সময়ের সঙ্গে পারিশ্রমিকের অঙ্কও বদলে যায়।

রণবীর সিংহ: কাজের প্রতি ডেডিকেশন এবং কমিটমেন্টের নিরিখে তিনি নাকি অনেকের থেকেই এগিয়ে। তিনি অর্থাত্ রণবীর সিংহ। এই মুহূর্তে বলিউডের হার্টথ্রব রণবীরের স্টেজ পারফরম্যান্সের পারিশ্রমিকও অন্যদের থেকেও একটু বেশি। যে কোনও স্পেশাল পারফরম্যান্সের জন্য রণবীরের পারিশ্রমিক ২ কোটি টাকা।

প্রিয়ঙ্কা চোপড়া: বলিউডের গণ্ডি পেরিয়ে ‘পিগি চপস’ এখন হলিউডের মধ্যমণি। ‘কোয়ান্টিকো’ নায়িকা সম্প্রতি একটি অ্যাওয়ার্ড শো-তে পাঁচ মিনিটের পারফরম্যান্সের জন্য পারিশ্রমিক নিয়েছেন ৫ কোটি টাকা।

সলমন খান: পর্দায় ‘ভাইজান’ মানেই ভক্তেরা মাতোয়ারা। আর যদি ভাইজানের স্টেজ পারফরম্যান্স হয় তাহলে তো আর কথাই নেই। নাচের স্টেপ দিয়ে হোক বা কমেডি— আসর মাতাতে সালমানের জুড়ি মেলা ভার। তাই তাঁর পারিশ্রমিকও নজরকাড়া। যে কোনও স্টেজ শো-এর জন্য ভাইজানের পারিশ্রমিক ৫ কোটি টাকার কাছাকাছি।

শাহরুখ খান: স্টেজ পারফরম্যান্সের জন্য বলি বাদশার পারিশ্রমিক ২-৩ কোটি টাকার কাছাকাছি। ঘণ্টা দেড়েকের জন্য শো সঞ্চালনা করতে হলেও একই পারিশ্রমিক নেন শাহরুখ। সূত্র: আনন্দবাজার        

এসি     

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি