ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রণবীর-আলিয়ার সম্পর্ক মানতে পারছেন না ক্যাটরিনা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০০, ২৬ জুন ২০১৮ | আপডেট: ১৪:০১, ২৭ জুন ২০১৮

Ekushey Television Ltd.

ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাট দুজন ভালো বন্ধু। বিভিন্ন অনুষ্ঠানে তারা তাদের সম্পর্কের কথা বলেছেনও। একসঙ্গে দুজন জিম করতেন। নেহা ধুপিয়ার টক শোতেও সেরা বন্ধু হিসেবে হাজির হয়েছিলেন তারা। গুঞ্জন ছড়িয়েছে, `ব্রহ্মাস্র` ছবিতে রণবীর কাপুরের সঙ্গে আলিয়ার কাজ শুরুর পর সেই সম্পর্ক তিক্ত হয়েছে।

অয়ন মুখার্জী পরিচালিত ওই ছবির কাজ শুরুর পর আলিয়া-রণবীর ছুটিয়ে প্রেম করছেন, শীঘ্র বিয়ে করবেন এমন খবরও বেসে বেড়াচ্ছে বলিউডে। মুখে কিছু না বললেও সেটের ভেতর ও বাইরে আলিয়া-রণবীরের ঘণিষ্ঠতা সবার মুখে মুখে। সাবেক প্রেমিক রণবীরের সঙ্গে আলিয়ার এমন ঘনিষ্ঠতা কিছুতেই মানতে পারছেন না ক্যাটরিনা।

বলি পাড়ায় রণবীর কাপুর প্রেমিক হিসেবে পরিচিত। তাকে সবাই প্লেবয় বলে থাকে। ১০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে সোনম কাপুর, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফসহ অনেক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। কিন্তু কোনোটাতে থিতু হওয়ার চেষ্টা করেননি। ক্যাটরিনার কাছের এক বন্ধু বলেছেন, `ক্যাটরিনা জানে আলিয়া-রণবীরের এ সম্পর্কের পরিণতি কী হবে। কারণ ক্যাটরিনাও একই অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। অপরের ব্যক্তিগত বিষয় নিয়ে ক্যাটরিনা নাক গলাতে পছন্দ করে না। সে শুধু এ বিষয়ে সাবধান করে দিতে পারে। এ জন্যই সে চুপ আছে।` 

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি