ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অবশেষে শাহরুখকে ‘হ্যাঁ’ কারিনার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩২, ২৬ জুন ২০১৮ | আপডেট: ১৪:০১, ২৭ জুন ২০১৮

Ekushey Television Ltd.

মা হওয়ার পর বলিউডে ফিরে বক্স অফিসে ব্যাপক আলোচনায় করিনা কাপুর। সোনম, স্বরা, শিখা ও কারিনার, `ভিরে দি ওয়েডিং` চার নারী কেন্দ্রীক ছবি হলেও এতে করিনার অভিনয় যথেষ্ঠ আলোরণ সৃষ্টি করেছে।

তবে `ভিরে দি ওয়েডিং` পর্ব শেষ হতেই এবার পরবর্তী ছবি নিয়ে ভাবতে শুরু করেছেন কারিনা। পরবর্তী ছবিতে কারিনাকে দেখা যাবে শাহরুখ খানের বিপরীতে।  

শোনা যাচ্ছে, শাহরুখের পরবর্তী ছবি `স্যালুট`-এ দেখা যাবে তাকে। খুব সম্ভবত, এই ছবিটি রাকেশ শর্মার বায়োপিক।

ছবিটির জন্য করিনার প্রস্তাব প্রযোজকরা মেনে নেওয়ার কারণেই তিনি রাজি হয়েছেন। `স্যালুট`-এর জন্য প্রযোজকদের কাছে কারিনার প্রস্তাব ছিল, ছবিতে শাহরুখের চরিত্রটিকে যতটা গুরুত্ব দেওয়া হয়েছে, তার চরিত্রকেও যেন সমান গুরুত্ব দেওয়া হয়।  

তার এই প্রস্তাব প্রযোজকরা শেষপর্যন্ত মেনে নেন। প্রথমদিকে অবশ্য এই ছবিতে আমির ও প্রিয়াঙ্কা চোপড়ার অভিনয় করার কথা ছিল।

শুধু শাহরুখই নন, রাজ মেহেতার পরবর্তী ছবিতে অক্ষয় কুমারের বিপরীতেও নাকি দেখা যাবে কারিনাকে।  ডিএনএ সূত্রে খবরে জানা যায়, রাজ মেহেতার ছবিতে আবার `মা`-এর চরিত্রে দেখা যাবে তাকে। 

ঠিক ব্যক্তিগত জীবনে কারিনা যেমন মাতৃত্বকে উপভোগ করছেন সেভাবে ছবিতেও দেখা যাবে তাকে। এই ছবিটিতে বিয়ে, সম্পর্ক নিয়ে বিশেষ সামাজিক ম্যাসেজ থাকবে বলে জানিয়েছেন নির্মাতারা। ছবির চিত্রনাট্যটি কারিনার বেশ পছন্দ হয়েছে বলেও দাবি তাদের।  

এমএইচ/এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি