ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দক্ষিণী সুপারস্টার নাগার্জুনের বাড়িতে দম্পতির মরদেহ! 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১২, ২৭ জুন ২০১৮

Ekushey Television Ltd.

নাগার্জুন দক্ষিণী সিনেমার একজন সুপারস্টার। তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে স্বামী-স্ত্রীর মরদেহ। এমন খবরে হইচই পড়ে গেছে সর্বত্র। সবার প্রশ্ন কে এই দম্পতি? কিভাবে তারা নায়কের বাড়িতে এলেন? অভিনেতার সঙ্গে তাদের কী সম্পর্ক রয়েছে? নানান প্রশ্ন উঠতে শুরু করেছে মানুষের মনে। 

গত রবিবার নাগার্জুনের ফার্মহাউস থেকে উদ্ধার হয় ওই দম্পতির মরদেহ। স্থানীয় পুলিশ জানিয়েছে, তাদের নাম ভেঙ্কাটা রাজু ও দুর্গা। অনুমান করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু হয়েছে।

ফার্মহাউসের পাশেই ট্রান্সফর্মারের তার থেকেই তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন বলে ধারণা পুলিশের। ট্রান্সফর্মারের তারটি মাটিতে পড়েছিল। ভুলবশত সেখানে চলে যান ভেঙ্কাটা ও দুর্গা। ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই দম্পতির।

অভিনেতা নাগার্জুনের ফার্মহাউসটি হায়দরাবাদ থেকে কিছু দূরে পিপি রেড্ডি গুড়া এলাকায়।

জানা গেছে, দম্পতি নাগার্জুনের ফার্মহাউসে শ্রমিকের কাজ করতেন। সেখানেই থাকতেন তারা।

প্রসঙ্গত, চলতি বছর মে মাসেও শ্রমিক মৃত্যুকে কেন্দ্র করে খবরের শিরোনামে উঠে আসেন অভিনেতা। সেবার জুবলি হিলসের অন্নপূর্ণা স্টুডিওতে রহস্যজনক পরিস্থিতিতে উদ্ধার করা হয়েছিল শ্রমিকের মরদেহ। ঘটনাচক্রে সে সময় ওই স্টুডিওতে শুটিং করছিলেন নাগার্জুন।

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি