ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যারা আমাকে পায়নি, সেটা তাদের অপ্রাপ্তি: মনীষা কৈরালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৮, ২৭ জুন ২০১৮ | আপডেট: ১২:৩৯, ২৮ জুন ২০১৮

Ekushey Television Ltd.

যারা আমাকে এখনো পায়নি, সেটা তাদের অপ্রাপ্তি বলে মন্তব্য করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মণীষা কৈরালা।  

অভিনয়ে ব্যস্ত সময় পার করা নিয়ে সম্প্রতি তিনি এ মন্তব্য করেন।

দীর্ঘ বিরতির পর সঞ্জয় দত্তের বায়োপিক নিয়ে নির্মিত ‘সঞ্জু’ ছবি দিয়ে ফের বড় পর্দায় ফিরছেন তিনি। এই সিনেমায় সঞ্জয়ের মা নার্গিস দত্তের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাকে।

জনপ্রিয় এই নায়িকা বাস্তব জীবনে একা। ২০১০ সালে নেপালী এক ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন মণীষা কৈরালা। বিয়ের দু’বছর পার না হতেই অর্থাৎ ২০১২ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। ওই বছরই মারণব্যধি ক্যানসার ধরা পড়ে মণীষার।

পরে দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর এখন তিনি পুরোপুরি সেরে উঠেছেন।

মারণ ব্যধি ক্যান্সার নিয়ে মণীষা বলেন, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় যন্ত্রণায় কুঁকড়ে যেতাম, অনেক কান্নাকাটি করতাম। তখন আমার পরিবার, বিশেষ করে মা প্রতি পদক্ষেপে আমাকে সাহায্য করেছেন।

তিনি আরো বলেন, নিউ ইয়র্কে যখন চিকিৎসার জন্য ছিলাম, নিজের চোখে দেখেছি মানুষ কত একলা। তাই সিদ্ধান্ত নিয়েছি মরতে হয়, সাহসের সঙ্গে লড়াই করে মরব।

এমএইচ/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি