ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রণবীরের জন্য শুভকামনা: ক্যাটরিনা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৪, ২৭ জুন ২০১৮

Ekushey Television Ltd.

বলিউড সুন্দরী ক্যাটরিনার সঙ্গে বিচ্ছেদের পর আলিয়ার সঙ্গে সম্পর্ক তৈরি করেছেন রণবীর কাপুর। আর এ নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে আলিয়ার সাথে রণবীরের সম্পর্ক গড়ে উঠায় ক্যাটরিনার মন খারাপ।

তবে এ নিয়ে এক সাক্ষাৎকারে ভিন্ন কথা বলেছেন ক্যাটরিনা। তিনি ওই সাক্ষাৎকারে অবশ্য আলিয়ার নাম উল্লেখ করেননি।  

ক্যাটরিনা বলেন, ‘পুরোনো সম্পর্কের জের ধরে আমার মন খারাপ, এ কথা শুনে আমি অবাক! রণবীরের জন্য আমার সবসময় শুভকামনা।’

রণবীর কাপুর ও আলিয়া ভাট এখন চুটিয়ে প্রেম করছেন। দু’জনের কেউই এ নিয়ে না বললেও অনেক সূত্রই বিষয়টি নিশ্চিত করেছে। বেশিরভাগ সময় রণবীর-আলিয়াকে একসাথে দেখা যাচ্ছে।

উল্লেখ্য, ক্যাটরিনার সঙ্গে বিচ্ছেদের পর রণবীর কাপুর আলিয়ার সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং শুরু করেন।পরিচালক আয়ান মুখোপাধ্যায়ের সিনেমার শুটিং শুরু হওয়ার পর থেকেই নাকি রণবীরের সঙ্গে আলিয়ার ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে।

এমএইচ/এসি      

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি