ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রণবীরের সঙ্গে সম্পর্ক: আলিয়ার ওপর ক্ষোভ ক্যাটরিনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৯, ২৮ জুন ২০১৮

Ekushey Television Ltd.

বলিউড স্টার রণবীর কাপুরের সঙ্গে সেনসেশন ক্যাটরিনা কাইফের সম্পর্ক পুরোনো খবর। নতুন খবর হচ্ছে ক্যাটরিনার বন্ধু আলিয়া ভাট তাঁর জীবন থেকে কেড়ে নিয়েছেন রণকে। এ নিয়ে স্বভাবতই ক্ষুব্ধ ক্যাট।   
আলিয়া ভাটের সঙ্গে ক্যাটের সম্পর্কটা জমে উঠছিল। দু’জন একসঙ্গে জিমে যেতেন। সেখানে আলিয়াকে প্রয়োজনীয় টিপসও দিতেন সুদর্শনী ক্যাট। দুজন দুজনের গোপন বিষয়গুলোও শেয়ার করতেন। বেশ কিছু দিন ধরে তাঁরা একসঙ্গে জিম করার বা সময় কাটানোর ছবি সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন না। বলি পাড়ার গুঞ্জন তাদের সম্পর্ক এখন সাপে নেউলে।
‘ব্রহ্মাস্ত্র’-র শুটিং করতে করতেই রণবীর এবং আলিয়ার প্রেমটা হয়েছে। কিন্তু সে ব্যাপারে আলিয়া নাকি ক্যাটরিনাকে কিছুই জানাননি। গোটা ব্যাপারটা চেপে গিয়েছিলেন। সেই কারণেই ক্যাটরিনা বিরক্ত হয়েছেন আলিয়ার উপর।
কারণ প্রকাশ্যে বন্ধুত্ব নিয়ে অনেক কিছুই বলে থাকেন আলিয়া। তাই ক্যাট ঠিক করেছেন, আলিয়ার সঙ্গে বন্ধত্বে ব্রেক আপ।
সূত্র : আনন্দবাজার।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি