ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সোনম-আনন্দের বিয়ের ছবি ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৯, ৩০ জুন ২০১৮

Ekushey Television Ltd.

চলতি বছরের ৮ মে গাঁটছড়া বাঁধলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। দীর্ঘদিনের প্রেমিক আনন্দ আহুজার সঙ্গে বিয়ের পিড়ীতে বসেন ‘প্রেম রতন ধন পায়ো’খ্যাত অভিনেত্রী সোনম কাপুর।

এদিকে বছরের অন্যতম সেরা বিয়ের তালিকায় থাকা সোনম-আনন্দের বিয়ের ছবি প্রকাশিত হওয়ার আগেই কিছু ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর তাদের সেই বিয়ের ছবি চা-কফির টেবিলে তরুণীদের মধ্যে আলোচনার ঝড় তুলেছে।

সোনমের বিয়েতে বলিউডের শীর্ষ ডিজাইনার ও কোরিওগ্রাফারদের যেন মেলা বসেছিল। আর তাদের সাজানো সোনম যেন বছরের শীর্ষ সুন্দরী বধূ হয়েছেন। সম্প্রতি আনন্দ ও সোনম কাপুর ‘ভগ ইন্ডিয়া ম্যাগাজিনের’ প্রচ্ছদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলেই প্রশংসার জোয়ারে ভেসে যান সোনম।

ভগ ইন্ডিয়া ম্যাগাজিনে তাদের কিছু অসাধারণ ছবি ছাপা হয়েছে। শুধু তাই নয়, ওই ছবিতে মিস আনন্দের বেশ কিছু উক্তিও প্রকাশ করা হয়েছে। সেখান থেকেই একটি ছবি পোস্ট করে সোনম লিখেন, এভরিডেফেনোমেনাল এন্ড আনন্দজা।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি