ঢাকা, রবিবার   ০১ ডিসেম্বর ২০২৪

আজ প্রচার হবে ইত্যাদির সংকলিত পর্ব   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৫, ১ জুলাই ২০১৮

আজ বিটিভিতে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির সংকলিত পর্ব প্রচার হবে। ইতিপূর্বে প্রচারিত ইত্যাদির কয়েকটি পর্ব থেকে সংকলন করে সম্পাদনার টেবিলে তৈরি করা হয়েছে এ পর্বটি।  

মূল পর্বটি প্রচার হয়েছিল ২০০৬ সালের জুলাই মাসে। যেহেতু এই সংকলিত পর্বটি বিশ্বকাপ ফুটবল খেলার সময় প্রচার হবে তাই অনুষ্ঠানের অধিকাংশ বিষয়ই বিশ্বকাপ ফুটবল সামনে রেখে সাজানো হয়েছে। এ পর্বে রয়েছে কয়েকটি হৃদয়ছোঁয়া প্রতিবেদন।

এর মধ্যে উল্লেখযোগ্য সরকারি ও বেসরকারি উদ্যোগে বাংলাদেশে প্রথম কুমির চাষ প্রকল্প ও ঢাকায় বসবাসকারী একজন চীনা নাগরিকের ওপর প্রতিবেদন।

বিদেশি প্রতিবেদনে ফুল বেচাকেনা নিয়ে একটি চমৎকার প্রতিবেদন দেখা যাবে। এ ছাড়া নিয়মিত সেগমেন্টগুলো তো থাকছেই। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

সংকলিত এ পর্বটি আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে প্রচার হবে।

এসি     

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি