ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইরফানের জানা নেই কবে ঘরে ফিরবেন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৩, ১ জুলাই ২০১৮ | আপডেট: ২৩:০০, ১ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

বিরল রোগে আক্রান্ত বলিউড অভিনেতা ইরফান খান। তার চিকিৎসা চলছে লন্ডনের একটি হাসপাতালে। দীর্ঘ দিন দেশের বাহিরে, ফিরবেন কবে? সম্প্রতি এক সংবাদমাধ্যমের এমন প্রশ্নের উত্তরে ইরফান বলেন, `জানা নেই।`

সম্প্রতি ইরফান খান, দুলকর সালমান ও মিথিলা পালকার অভিনীত কারবাঁর ট্রেলার সামনে এসেছে। ছবির প্রচারে ইরফান দেশে ফিরতে পারেন বলে শোনা যায়। সেই গুঞ্জনের কারণে ইরফানের সঙ্গে যোগযোগ করে এক ভারতীয় সংবাদমাধ্যম। তার কাছে জানতে চায়, কবে দেশে ফিরছেন তিনি?  

ইরফান তাদের জানিয়েছেন, আমার কোনও ধারণা নেই কবে ফিরব। আর এটা জানতে আমার তাড়াও নেই। ইরফানের ফেরার প্রসঙ্গে কারবাঁর পরিচালক আকর্ষ খুড়ানা বলেন, ইরফানকে ছাড়া ছবির প্রচার করা সত্যি খুব চ্যালেঞ্জিং। কিন্তু, আমরা চেষ্টা করছি নিজেদের সেরাটা দেওয়ার।

কারবাঁর গল্পকে অনেকেই ডার্ক কমেডি বলছে। কারণ, একদিকে বাবার মৃত্যুশোক। অন্যদিকে তার দেহ হারিয়ে যাওয়া। আবার এই ঘটনাচক্রে তিনজনের একসঙ্গে একটা রোডট্রিপ। সঙ্গে কমেডি। আছে ক্রাইসিসও।

মার্চে ইরফান প্রথম টুইট করে জানিয়েছিলেন যে তিনি নিউরো এন্ডোক্রাইন টিউমারের মতো বিরল রোগে আক্রান্ত। পাশাপাশি ভুল চিকিৎসা হয়েছিল বলেও জানিয়েছিলেন তিনি।

এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি